নিজস্ব প্রতিবেদক : শনিবার সকাল ১১.০০ ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘‘বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন” ও বাংলাদেশ ভাড়াটিয়া ঐক্য পরিষদ এর কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে ভাড়াটিয়া অধিকার নিশ্চিত কর ও ‘‘৩০ নভেম্বর ভাড়াটিয়া অধিকার দিবস চাই” এর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করবেন মো. আশরাফ আলী হাওলাদার- চেয়ারম্যান, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ) ও সভাপতি ভাড়াটিয়া ঐক্য পরিষদ সভাপতিত্বে করেন। অনুষ্ঠানের সভাপতি বলেন ভাড়াটিয়া অধিকার নিশ্চিত কর ও ‘‘৩০ নভেম্বর ভাড়াটিয়া অধিকার দিবস চাই”। আরো বলেন বাড়ী ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১ পুনঃবাস্তবায়ন করতে হবে। সমস্ত ভাড়াটিয়াদের বাড়ী ভাড়ার চুক্তিপত্র দিতে হবে। এলাকা ভিত্তিক বাড়ী ভাড়া রেট কার্যকর করতে হবে। স্বল্প আয়ের মানুষের জন্য সরকারি খাস জমিতে হাউজিং প্রকল্প কলোনী নির্মাণ করে মানুষদের মাঝে কিস্তিতে বরাদ্দ দিতে হবে। বাড়ী ভাড়ার টাকা রশিদ ও ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে। থানা ভিত্তিক ৫সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করার দাবী জানান।
সমাবেশে বক্তব্য রাখেন ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহারানে সুলতানা বাহার, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডাঃ শামসুল আলম, বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম উপ কমিটির সদস্য লায়ন কাজী হুমায়ুন কবির, সুভাস চন্দ্র দাস ও অন্যান্য নেতৃবৃন্দ।