শ্রীপুরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিক আরিফ খান আবিরকে কুপিয়ে যখম করেছে দূর্বৃত্তরা : বিএমএসএস’র নিন্দা

Uncategorized অপরাধ


গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে তথ্য সংগ্রহের সময় এশিয়ান টিভির সংবাদকর্মী আরিফ খান আবিরকে কুপিয়ে গুরুতর আহত করেছে হামলাকীরা।

গত মঙ্গলবার (৭’ই ফেব্রুয়ারি) বিকালে এ হামলা ঘটনা ঘটে। পরে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে আহত সাংবাদিককে। এ ঘটনায় রাতেই থানায় মামলা দায়ের করেছে আহত ওই সাংবাদিক।

এঘটনায় এখন পর্যন্ত কোনো আসামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হামলাকারী জজ মিয়া, শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
এ হামলায় তার সাথে অজ্ঞাত আরও ৬ জন সন্ত্রাসী অংশ নেয়।

জানা যায়, জজ মিয়া তার আপন সহোদর ছোট ভাই খলিল মিয়াসহ স্থানীয় ৩ জনকে গরুর চুরির ঘটনায় ফাঁসায়। এ ঘটনায় পুলিশ চুরির কোন তথ্য প্রমাণ না পাওয়ায় অভিযোগ থেকে তাদের অব্যাহতি দেয়।
এ ধরণের ঘটনায় স্থায়ীরা প্রতিবাদ জানালে সেই সংবাদ সংগ্রহের সময় এশিয়ান টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি আরিফ খান আবিরকে কুপিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা।
ঘটনার রাতেই জজ মিয়াসহ ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হলে গা ঢাকা দেয় অভিযুক্ত সকল আসামি।

এ বিষয়ে গাজীপুর পুলিশ সুপার কাজী শফিকুল আলমের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ঘটনার পরেই মামলা নেওয়া হয়েছে। এবং অভিযুক্ত আসামিদের ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে বলেও জানান তিনি।

সাংবাদিকের উপর এ হীন হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক, মহাসচিব মো: সুমন সরদার সহ সকল কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *