নিজস্ব প্রতিনিধি : সোমবার ১৩ ফেব্রুয়ারি, বানিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, গাজীপুরের সার্বিক সহযোগীতায় গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: দিদার হোসেন এর নের্তৃত্বে সদর থানার শিমুলতলী ও বিআইডিসি বাজার এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে বাজার তদারকি অভিযান পরিচালিত হয়।
এসময় পন্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করা ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৪ (চার) টি প্রতিষ্ঠানকে ৭,০০০ (সাত হাজার ) টাকা জরিমানা করা হয়।
এসময় গাজীপুর সদর থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করে। এছাড়া সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন ও তালিকা হালনাগাদ করা, ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং অধিক মূল্যে পণ্য বিক্রয় না করা জন্য নির্দেশনা প্রদান করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: দিদার হোসেন আজকের দেশ ডটকম কে জানান, জাতীয় ও জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে এটা একটা চলমান প্রক্রিয়া।