নিজস্ব প্রতিবেদক ঃ সোমবার ২০ ফেব্রুয়ারী, এন্টি টেররিজম ইউনিট এর পূর্বাচল পুলিশ লাইন্সে আন্তঃউইং ভলিবল টুর্নামেন্টের ফাইনাল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল আইজিপি, এন্টি টেররিজম ইউনিট এস এম রুহুল আমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলংকৃত করেছেন নাসিম আমিন, সাধারণ সম্পাদিকা, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি।
অ্যাডিশনাল আইজিপি, এন্টি টেররিজম ইউনিট পুরস্কার বিতরণ শেষে বিশেষায়িত ইউনিট সদস্য হিসেবে সকলকে খেলাধুলার মাধ্যমে শারীরিক – মানসিক সুস্থতা এবং সুস্বাস্থ্যের প্রতি যত্নবান হবার ব্যাপারে আহ্বান জানান।
ডিআইজি (অপারেশন্স) মোঃ মনিরুজ্জামান বিপিএম – বার, পিপিএম-বার, ডিআইজি (অ্যাডমিন) শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম-বার, পিপিএম; অ্যাডিশনাল ডিআইজিবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাগণের পরিবারের সদস্যবৃন্দ এবং এটিইউর সর্বস্তরের সদস্যগণ আন্তঃউইং ভলিবল টুর্নামেন্ট ফাইনাল উপভোগ করেন। ভলিবল টুর্নামেন্টে অ্যাডমিন উইং চ্যাম্পিয়ন’স ট্রফি এবং অপারেশন উইং রানার্স আপ ট্রফি জয় করেছে।