বিদেশি সিরিয়ালের ওপর ক্ষোভ ঝাড়লেন সুবর্ণা মুস্তফা

জাতীয়

সংসদে দাঁড়িয়ে প্রথম দিনেই ছোটপর্দা ও বড়পর্দার সংকটগুলো তুলে ধরলেন নন্দিত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। তাছাড়া বিদেশি সিরিয়াল ও চলচ্চিত্র প্রদর্শনে করারোপ এবং দেশি চলচ্চিত্রে প্রণোদনা বৃদ্ধি করা উচিত বলে মন্তব্য করেছেন একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান অভিনেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা। গতকাল সোমবার (৪ মার্চ) জাতীয় সংসদে ভাষণের সময় তিনি এ আহ্বান জানান।


বিজ্ঞাপন

রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন করতে গিয়ে তিনি বলেন, ‘বিদেশি চলচ্চিত্রের অবাধ প্রদর্শনের কারণে দেশি চলচ্চিত্র মার খাচ্ছে। এজন্য বিদেশি সিরিয়াল ও চলচ্চিত্র প্রদর্শনে করারোপ এবং দেশি চলচ্চিত্রে প্রণোদনা বৃদ্ধি করা উচিত। দিন দিন চ্যানেলগুলো দর্শক হারাচ্ছে। লাগামহীন বিজ্ঞাপন এর জন্য দায়ী।’


বিজ্ঞাপন

‘তাছাড়া বিদেশি ভাষার সিরিয়াল ডাবিং করে সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে দেখানো যেতে পারে, এর বেশি নয়।’

এ সময় তিনি আরও বলেন, ‘আমাদের সংস্কৃতির একটি অংশ চলচ্চিত্র, কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের চলচ্চিত্র এখন দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। শিগগিরই দেশের সব জেলায় সিনেমা হল সংস্কার, সিনেপ্লেক্স নির্মাণ, করমুক্ত হলগুলোতে ইউটিলিটি বিল ও সিনেমা প্রদর্শনের ওপর ট্যাক্সমুক্ত, বিদেশি চলচ্চিত্র প্রদর্শনের ওপর ট্যাক্স বাড়ানোসহ দেশি চলচ্চিত্র নির্মাণে প্রণোদনা দেয়ার আহ্বান জানাচ্ছি।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *