নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় কার্যলয় কর্তৃক ১টি অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, রংপুর এর আদালতে মামলা দায়ের এবং ৬ টি ইট ভাটায় সার্ভিল্যান্স অভিযান পরিচলনা করা হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, বৃহস্পতিবার ২ মার্চ মোঃ ফরহাদ হোসেন (৩০), পিতা: মোঃ ফজলুল হক, মাতাঃ মোছাঃ পিয়ারা বেগম, স্বত্তাধিকারী মেসার্স এফ এইচ পি এগ্রো ফুডস্ লিমিটেড মিলেরপাড়, মমিনপুর, সদর, রংপুর কর্তৃক উৎপাদিত ও প্যাকেটজাতকৃত সয়াবিন তৈল মেজবান (ব্রান্ড: মেজবান কল্যানীহাট, বীরগঞ্জ, দিনাজপুর) মুড়ি ((ব্রান্ডঃ আকিজ এসেনসিয়াল), লাচ্ছা সেমাই, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া (ব্রান্ডঃ মৈত্রী, লামহা) এর বিএসটিআই এর লাইসেন্স গ্রহণ না করে অবৈধভাবে বিএসটিআই এর মানচিহ্ন ব্যবহার করে উৎপাদন ও বাজারজাত করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর আইন, ২০১৮ এর ১৫ ও ২১ ধারায় বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এর আদালত, রংপুর এ নিয়মতি মামলা দায়ের করা হয়েছে যার মামলা নং CR-৩৯/২৩।
খাদ্য দ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করণের লক্ষ্যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর বিভাগীয় কার্যালয়, রংপুর-এর উদ্যোগে রংপুর জেলায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।
সার্ভিল্যান্স অভিযান পরিচালনা কালে, মেসার্স রংপুর ব্রিকস এন্ড ব্লকস, হাজিরহাট, সদর, রংপুর, মেসার্স এম ইউ বি ব্রিকস-২, হাজিরহাট, সদর, রংপুর, মেসার্স এস বি এম ব্রিকস, ইকরচালী, তারাগঞ্জ, রংপুর, মেসার্স আল মদিনা ব্রিকস, মুশরুত ধুলিয়া, সৈয়দপুর, নীলফামারী, মেসার্স এন এস বি ব্রিকস, মুশরুত ধুলিয়া, সৈয়দপুর, নীলফামারী এবং মেসার্স টি বি এল ব্রিকস, খিয়ার জুম্মা, তারাগঞ্জ, রংপুর এর ৬ টি ইট ভাটা পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
উক্ত অভিযান বিএসটিআই বিভাগীয় অফিসের অফিস প্রধান মফিজ উদ্দিন আহমাদ, উপ-পরিচালক (মেট্রোলজি) এর নেতৃত্বে প্রকৌশলী মোঃ জাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিএম), প্রকৌশলী মোঃ মেসবাহ-উল-হাসান, ফিল্ড অফিসার (সিএম) ও খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) অংশগ্রহণ করেন।
বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের প্রধান ও উপ-পরিচালক মফিজ উদ্দিন আহমেদ আজকের দেশ ডটকম কে জানান, জাতীয় ও জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এটা একটা চলমান প্রক্রিয়া।