ঘুর্ণিঝড় বুলবুলের আঘাতে বিদ্যুৎহীন ৫০ লাখ গ্রাহক, ১৪ জনের মৃত্যু

এইমাত্র জীবন-যাপন সারাদেশ

আজকের দেশ রিপোর্ট : ঘুর্ণিঝড় বুলবুলের আঘাতে উপকূলীয় অঞ্চলের ২১ জেলার প্রায় ৯৫ হাজার কিলোমিটার বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৫০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছে। আজ মঙ্গলবারের মধ্যে সব লাইন সচল করা হবে। সোমবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এসব তথ্য জানিয়েছে।
এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের তা-বে এ পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে খুলনায় ২ জন, বাগেরহাটে ২ জন, বরগুনায় ২ জন, পটুয়াখালী ১ জন, পিরোজপুরে ১ জন, মাদারীপুরে ১ জন, ভোলায় ১ জন, সাতক্ষীরায় ১ জন, শরীয়তপুরে ১ জন, বরিশালে ১ জন, গোপালগঞ্জে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
একই সঙ্গে উপকূলীয় অঞ্চলে গাছপালা ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাড়িঘর বিধ্বস্ত হয়েছে লক্ষাধিক। এর মধ্যে শুধু সাতক্ষীরায় বুলবুলের তা-বে ৫০ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
ঘণ্টায় ১১৫ কিলোমিটার থেকে ১২৫ কিলোমিটার বেগের বাতাসের শক্তি নিয়ে বাংলাদেশ সময় শনিবার রাত ৯টায় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার সাগর দ্বীপ উপকূলে আঘাত হানে অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল।
পুরোপুরি স্থলভাগে উঠে আসার পর সুন্দরবনের ভারতীয় অংশের কাছ দিয়ে এ ঝড় পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করে। তারপর রোববার ভোর ৫টার দিকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পৌঁছায়। বৃষ্টি ঝরিয়ে শক্তি হারিয়ে সকালে বুলবুল পরিণত হয় গভীর স্থল নিম্নচাপে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান রোববার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ঘূর্ণিঝড় বুলবুলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে চার থেকে পাঁচ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আমাদের প্রতিনিধিরা এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে খুলনায় দুজন, পিরোজপুরে দুজন, বরিশালে একজন, পটুয়াখালীতে দুইজন, বরগুনায় একজন, বাগেরহাটে দুইজন, গোপালগঞ্জে একজন, শরীয়তপুরে একজন ও মাদারীপুরে একজন রয়েছেন।
পিরোজপুর প্রতিনিধি জানান, ঘূর্ণিঝড় বুলবুলের তা-বে পিরোজপুরে দুজন নিহত হয়েছেন। এর মধ্যে নাজিরপুরে বসতঘরের ওপর গাছ উপড়ে পড়ায় নিচে চাপা পড়ে ননী গোপাল মন্ডল (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। অপর এক স্থানে একই কারণে হাত-পা ভেঙে গুরুতর আহত হয়েছে সুমী (৮) ও নাসির (১৬) নামে দুই শিশু। এছাড়া ভা-ারিয়া উপজেলায় এক শিশু পানিতে ডুবে মারা গেছে।
বরিশাল প্রতিনিধি জানিয়েছেন, ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে ঘরের ওপর গাছ উপড়ে পড়ায় নিচে চাপা পড়ে আশালতা মজুমদার (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার দুপুর আড়াইটার দিকে বরিশালের উজিরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মাদারশী এলাকায় এ ঘটনা ঘটে।
পটুয়াখালী প্রতিনিধি জানান, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে পটুয়াখালীর মির্জাগঞ্জের উত্তর রামপুরা গ্রামে হামেদ ফকির (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এছাড়াও জেলার কলাপাড়া উপজেলার পূর্ব ধানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সাইক্লোন শেল্টারে রিজিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধা মারা গেছেন।
বরগুনা প্রতিনিধি জানান, বরগুনা সদর উপজেলার ডিএন কলেজ আশ্রয়কেন্দ্রে হালিমা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা মারা গেছেন। তার বাড়ি সদর উপজেলার বানাই গ্রামে।
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের রামপাল ও ফকিরহাট উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে শিশু ও নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে রামপাল উপজেলার উজলকুড় গ্রামে শিশু সামিয়া খাতুন (১৫) ও ফকিরহাট উপজেলার চাকুলী গ্রামের গৃহবধূ হীরা বেগম (২৫)। বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুলের তা-বে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। হাজার হাজার গাছপালা উপড়ে গেছে। ঝড়ের সময় গাছ চাপা পড়ে সেকেল হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত সেকেল হাওলাদার উপজেলার বান্ধাবাড়ি গ্রামের মৃত হাসান উদ্দিন হাওলাদারের ছেলে।
শরীয়তপুর প্রতিনিধি জানান, শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুলের তা-বে ভেঙে পড়া গাছ চাপায় মো. আলীবক্স ছৈয়াল (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের দেওজুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
মাদারীপুর প্রতিনিধি জানান, মাদারীপুরে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ঘরের ভেতরে রাখা আলমিরার নিচে চাপা পড়ে সালেহা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত সালেহা বেগম সদর উপজেলার ঘটমাঝি গ্রামের আজিদ খাঁয়ের স্ত্রী।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস জানিয়েন, দুপুরে মাদারীপুর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সদর উপজেলার ঘটমাঝিতে সালেহা বেগমের ঘর বাতাসে হেলে পড়লে ঘরের ভেতরের একটি আলমারি গায়ে পড়ে গুরুতর আহত হন। তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইউএনও গিয়াস আরও জানিয়েছেন, নিহতের পরিবারকে জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম স্যার তাৎক্ষণিক ২০ হাজার টাকা সহযোগিতা করেছেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *