এন্টি টেররিজম ইউনিট কর্তৃক দুই দিন মেয়াদি ” কনসারনিং এন্ড প্রিভেন্টিং ভায়োলেন্ট এসক্সট্রামিজম” শীর্ষক প্রশিক্ষণ

Uncategorized অন্যান্য



নিজস্ব প্রতিবেদক ঃ গত ২০ ও ২১ মার্চ, এন্টি টেররিজম ইউনিটের উদ্যোগে ইন সার্ভিস ট্রেনিং সেন্টার, সিলেটে সিলেট জেলা ও এসএমপি’র প্রতিটি থানার কমপক্ষে একজন সাব ইন্সপেক্টর/ ইন্সপেক্টর পদমর্যাদার মোট ত্রিশজন কর্মকর্তাকে অভিন্ন মডিউলে দুই দিন মেয়াদি ” কনসারনিং এন্ড প্রিভেন্টিং ভায়োলেন্ট এসক্সট্রামিজম” শীর্ষক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

অভিন্ন মডিউলের এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এন্টি টেররিজম ইউনিট এর ডিআইজি (অপারেশন্স) মো: মনিরুজ্জামান, বিপিএম (বার), পিপিএম (বার)।

ডিআইজি (অপারেশন্স) উগ্রবাদ ও সহিংস চরমপন্থা মোকাবিলায় এন্টি টেররিজম ইউনিট এর ভূমিকা ও প্রশিক্ষণ গ্রহণকারী সদস্যদের করণীয় সম্পর্কে ব্রিফিং প্রদান করেন।

প্রশিক্ষণ পুলের সদস্য হিসেবে ইন সার্ভিস ট্রেনিং সেন্টার, সিলেটে প্রশিক্ষক হিসেবে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সোয়াট) শাহেদ আহমেদ ও অ্যাডিশনাল এসপি (সাইবার ক্রাইম) নুর মোহাম্মদ আলী চিশতী, বিপিএম, পিপিএম।

প্রশিক্ষণ সমন্বয় ও সার্বিক সহযোগিতা প্রদান করেছেন কম্যান্ডান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিলেট ফাল্গুনী পুরকায়স্থ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *