মোস্তাফিজ ভারতের হুমকি হতে পারে: কোহলি

আন্তর্জাতিক এইমাত্র ক্রিকেট খেলাধুলা

বিশষ প্রতিবেদক : দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বৃহস্পতিবার মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। টাইগারদের সমীহ করছে স্বাগতিকরা। মোস্তাফিজ ভারতের জন্য হুমকি হতে পারে বলে জানিয়েছেন অধিনায়ক ভিরাট কোহলি। ইন্দোরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।
২-১ এ টি টোয়েন্টি সিরিজ হারলেও মাহমুদুল্লাহ বাহিনীর খেলা মন ভরিয়েছে সমর্থকদের। সিরিজে আলো ছড়িয়েছেন নাঈম শেখের মতো নবীনরা। টেস্টেও সে ধারাবাহিকতা ধরে রাখার আশা বাংলাদেশের। প্রথমবারের মতো টেস্টে নেতৃত্ব পেয়েছেন মুমিনুল। সামর্থ্যের সেরাটা দিয়ে ভালো খেলার লক্ষ্য টাইগারদের। টি-টোয়েন্টিতে তেমনভাবে জ্বলে উঠতে পারেননি মোস্তাফিজ। তবে টেস্টে সে ব্যর্থতা কাটিয়ে ওঠার আশা কাটার মাস্টারের।
এদিকে মোস্তাফিজকে নিয়ে সতর্ক থাকবে ভারত। কাটার মাস্টার যেকোনো সময় ম্যাচের মোর ঘুরিয়ে দিতে পারেন বলে জানিয়েছেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি।
বাংলাদেশ টি-টোয়েটিতে ভালো খেলেছে। ওদের খাটো করে দেখার সুযোগ নেই। মোস্তাফিজ যেকোনো সময়ে ম্যাচের মোর ঘুড়িয়ে দিতে পারেন। তাই সতর্ক থাকব আমরা। টেস্ট র‌্যাংকিংয়ে ভারত এক নম্বরে আছে। মাঠে সব বিভাগে ভালো খেলে সেটার প্রমাণ দিতে মুখিয়ে আছে ক্রিকেটাররা। কন্ডিশন আমাদের পক্ষে। ইনদোরে জয় পেতে সামর্থ্যের সেরাটা দিতে চাই আমরা। ইডেন গার্ডেনে গোলাপি বলে খেলা হবে। এটা পেসারদের সহায়তা করবে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *