নিজস্ব প্রতিবেদক : চাকরি ফিরে পেতে আনসার ভিডিপি হেডকোয়ার্টার্স প্রধান ফটকের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করার ৫ম তম দিন শেষ করেছে চাকরিচ্যুত ব্যাটালিয়ন আনসার।

জানা যায়, ১৯৯৪ সালে চাকরির জাতীয়করণ সহ ৭ দফা দাবি আদায়ের আন্দোলনে অংশ নেয় প্রায় চৌদ্দ হাজার ব্যাটালিয়ন আনসার।

আন্দোলনরত অবস্থায় ২৪৯৬ জন ব্যাটালিয়ন আনসার সদস্যকে গ্রেফতার সহ চাকরিচ্যুত করা হয়।

৯ থেকে ১১ মাস কারাভোগের পর বেকসুর খালাস পান ব্যাটালিয়ন আনসার সদস্যরা।

চাকরি ফিরে পেতে ব্যাটালিয়ন আনসার মামলা করেন ২০১৩ সালে।
২ মার্চ ২০১৮ তারিখে সকল চাকরিচ্যুত ব্যাটালিয়ন আনসারদের চাকরি পুনঃ বহালের আদেশ দেন আদালত।
রাষ্ট্রপক্ষ ২০১৮ সালে উক্ত আদেশের বিরুদ্ধে আপিল করে, ২০২৩ সালে আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রেখে ব্যাটেলিয়ান আনসার সদস্যদের চাকরি ফিরিয়ে দেবার নির্দেশ দেন আদালত।
কোন একটি পক্ষ উক্ত আদেশের বিরুদ্ধে রিভিউ করে যার পরিপ্রেক্ষিতে ৩য় বারের মতো পূর্বের রায় বহাল রাখেন উচ্চ আদালত।
আদালত কর্তৃক ৩য় বারের মতো চাকরিচ্যুত ব্যাটালিয়ন আনসাররা চাকরি ফিরে পাওয়ার আদেশ পেয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারে দ্বারে ঘুরে কোন ফলাফল পায়নি।
এব্যাপারে মহা পরিচালক বাংলাদেশ আনসার ও ভিডিপি সদর দপ্তর, খিলগাঁও বরাবর একটি লিখিত দরখাস্ত দিতে গেলে তা গ্রহণ করেননি এবং দেখা করেননি ফলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দরখাস্ত টি পাঠানো হয়েছে বলে চাকরিচ্যুত ব্যাটালিয়ন আনসারা জানিয়েছেন।
আন্দোলনের ৩১ বছরেও কোন সুরাহা মেলেনি বঞ্চিত এই ২৪৯৬ জন ব্যাটালিয়ন আনসারদের,
অবশেষে চাকরি ফিরে পেতে আনসার ভিডিপি হেডকোয়ার্টার্স প্রধান ফটকের সামনে আজ আমরণ অনশন কর্মসূচির ৫ম তম কার্য দিবস পালন করলেন, চাকরিচ্যুত ব্যাটালিয়ন আনসার। যা এখনও অব্যাহত।