নিজস্ব প্রতিনিধনি (রংপুর) : বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন ( বিএসটিআই) এর রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে রংপুর জেলার বিভিন্ন উপজেলায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।

উক্ত সার্ভিল্যান্স অভিযান পরিচালনার সময় বিএসটিআই আইন- ২০১৮ এর ১৫ ও ২১ ধারা লংঘনের কারণে অনুযায়ী গতকাল বৃহস্পতিবার ৩ জুলাই, ৪ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, রংপুর আদালতে মামলা দায়ের করা হয়।

মামলা দায়েরকৃত প্রতিষ্ঠানগুলি যথাক্রমে, মো: মাসুম সরওয়ার সোহেল পাটোয়ারী (৩০), মের্সাস প্রমি আইসক্রিম ফ্যাক্টরী, গরুহাটি, তারাগঞ্জ, রংপুর; পণ্য- আইসক্রিম, মোঃ আব্দুল মোমিন (৫৫), মের্সাস আজমেরী বেকারী, নতুন চৌপথী, তারাগঞ্জ, রংপুর; পণ্য- ব্রেড, খোকন সরকার (৩০), মের্সাস তুবা দই এন্ড আইসক্রিম ফ্যাক্টরী, পুরাতন চৌপথী রোড, মডেলপাড়া, তারাগঞ্জ, রংপুর, পণ্য- আইসক্রিম , এবং মো: আব্দুর রশিদ (৫৮), মের্সাস চয়েস আইসক্রিম, মডেলপাড়া, তারাগঞ্জ, মডেল প্রাথমিক বিদ্যালয়ের পিছনে, তারাগঞ্জ, রংপুর; পণ্য- আইসক্রিম

জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
