মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে যাত্রী সেজে কৌশলে অচেতন করা ঔষুধ খাইয়ে ভ্যান ও মোবাইল ছিনতাই,পুলিশের অভিযানে ছিনতাইকারী আটক,ভ্যান ও মোবাইল উদ্ধার। সোহাগ মোল্যা (২০) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে নড়াইল সদর থানা পুলিশ। সে নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা গ্রামের মৃত-হাফিজুর রহমানের ছেলে। নড়াইল সদর উপজেলার পাইকমারী গ্রামের ভ্যানচালক আব্দুল্লাহ মোল্যা প্রতিদিনের ন্যায় গত (৯ এপ্রিল) রাতে যাত্রীর প্রত্যাশায় পুরাতন বাস টার্মিনালে অপেক্ষা করতে থাকেন,কিছু সময় পর পংকবিলা ঘাটে যাওয়ার উদ্দেশ্যে যাত্রী সেজে ছিনতায়কারী তার ভ্যানে ওঠে। পথিমধ্যে আউড়িয়া গ্রামস্থ মহাশ্মশানের পাশে পৌঁছালে ওই যাত্রী কৌশলে ভ্যন চালককে অচেতন করে ভ্যান ও তার কাছে থাকা মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে জ্ঞান ফিরলে ভ্যানচালক স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশের কন্ট্রোল রুমে জানালে,নড়াইল পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুনের নির্দেশনায় সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমানের তৎপরতায় দ্রুত সকল গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট জোরদার করেন। অবশেষে পুলিশের তৎপরতায় রাত অনুমান ২.৩০ মিনিটের সময় বিছালী ক্যাম্প পুলিশের চেকপোস্টে ছিনতাইকৃত ভ্যান ও মোবাইলসহ ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোমল পানীয় এর সাথে ঘুমের ওষুধ মিশিয়ে কৌশলে তা ভ্যানচালককে পান করিয়ে অচেতন করে ভ্যান ও মোবাইল ফোন ছিনতাই করেছে মর্মে আসামি স্বীকার করেছে।