যশোরের শার্শা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭৮ কেজি গাঁজা উদ্ধার

Uncategorized আইন ও আদালত


নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল শনিবার ২৯ এপ্রিল,শার্শা থানা পুলিশের একটা চৌকস টিম ভোররাত ২টা ০০ মিনিটের সময় শার্শা থানাধীন শালতা গ্রামস্থ কাতলা কুড়োর বিলে জনৈক মোঃ ইশরাফ আলী (৬৫) এর ফাঁকা ধানী জমির মধ্যে কতিপয় মাদক কারবারী তাদের হেফাজতে গাঁজা নিয়ে ভারত সীমন্ত হতে শার্শা থানাধীন শালতা গ্রামস্থ কাতলা কুড়োর বিলের মধ্যে দিয়ে বহিলাপোতা গ্রাম হয়ে বেনাপোল পোর্ট থানা এলাকার দিকে যাবে বলে খবর পায়।

উক্ত সংবাদের বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশ পরিদর্শক (তদন্ত) সহ এসআই (নিঃ) খাঁন শাহাবুর রহমান সঙ্গীয় এএসআই (নিঃ) মোঃ ফিরোজ উদ্দীন ও ফোর্সসহ অবস্থান করে।

গতকাল শনিবার ২৯ এপ্রিল রাত্র ২ টা ৪৫ মিনিটের সময় ৪/৫ জন মাদক কারবারীকে ভারতের সীমান্তের দিক হতে কাধে বস্তা নিয়ে আসতে দেখে থামার সংকেত দিলে পোষাক পরিহিত পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা মাদক কারবারীরা কাধে থাকা বস্তা ফেলে দিক বিদিক ছুটাছুটি করে ডিহি গ্রামের দিকে পালিয়ে যায়।

অজ্ঞাতনামা মাদক কারবারীদের ফেলে যাওয়া ১০ টি বস্তা উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশী করে মোট ৭৮ (আটাত্তর) কেজি মাদকদ্রব্য গাঁজা পাওয়া যায়।

এসআই (নিঃ) খাঁন শাহাবুর রহমান স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দতালিকামূলে জব্দ করেন। উদ্ধারকৃত গাঁজার মূল্য অনুমান ৪৬,৮০,০০০ টাকা। এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী নিয়মিত মামলা রুজু হয়েছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *