মামুন মোল্লা (খুলনা) ঃ বুধবার ১০ মে, ২৭ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ সন্ধ্যা ৫ টা ৫ মিনিটের সময় সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন খুলনার আয়োজনে দক্ষিণডিহি রবীন্দ্র
কমপ্লেক্স ফুলতলা, খুলনায় ২৫ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, খুলনা মোঃ জিল্লুর রহমান চৌধুরী এবং মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও শিক্ষাবিদ আব্দুল মোমেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভূইয়া বিপিএম-সেবা, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ নিজামুল হক মোল্যা; খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, বিপিএম এবং খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক মোঃ আলমগীর কবির।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, খুলনা খন্দকার ইয়াসির আরেফীন।