মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার আড়িয়া’রা গ্ৰামের ৩ কিশোর এস এস সি পরিক্ষার্থী হাতুড়ি পিটার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। গত (১১ মে) বৃহস্পতিবার লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দুপুর ১,৩০ মিনিটের সময় কুমার কান্দা ও মুছড়া ২ তলা মসজিদের সামনে থেকে হাতুড়ি পেটা করে পার্শ্ববর্তী এলাকা চাচই গ্ৰামের এস এস সি ১০/১২ জন পরিক্ষার্থী। জানা যায় ১০/১২ জন কিশোর মিলে ভ্যানের গতি রোধ করে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাবার সামনে ছেলেকে গুরুতর আহত করে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া যায়। মারপিটের শিকার আড়িয়া’রা গ্ৰামের আজিম খান এর ছেলে,মহব্বত খান,জামশেদ শেখের ছেলে মমিন শেখ,রহমত খান এর ছেলে রাহাত খান,হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। হামলাকারী কিশোরগ্যাং এর সদস্য’রা পরিক্ষার্থীদের হাতুড়ি দিয়ে পিটিয়ে গ্রুতর আহত করে লোহাগড়া উপজেলার চাচই গ্ৰামের মিরাজ খালাসী’র ছেলে মারুফ খালাসী,কামাল খালাসী’র ছেলে বাইজিদ খালাসী,শুকুর শেখে’র ছেলে নাহিদ শেখ,ইমদাদুল এর ছেলে ইমরানসহ আরো ৫/৭ জন মিলে মহব্বত খান,মমিন শেখ,রাহাত খানের বাড়িতে যাওয়া চলন্ত ইঞ্জিন চালিত ভ্যানের গতি রোধ করে হাতুড়ি দিয়ে বেধড়ক মারপিট করে গুরুতর আহত অবস্থায় ফেলে পালিয়ে যায়। ভ্যান চালক জামশেদ তার এস এস সি পরিক্ষার্থী ছেলে মমিন শেখসহ অন্যান্য পরিক্ষার্থীদের নিয়ে বাড়িতে যাচ্ছিলেন বাবার সামনে ছেলেকে হাতুড়ি দিয়ে বেধড়ক মারপিট করাতে বাবা ওই কিশোরগ্যাং এর সদস্য সন্ত্রাসী ছেলেদের পা ধরে কান্না কাটি করেও রেহায় পাইনি অসহায় ভ্যান চালক পিতা জামশেদ। অসহায় ভ্যানচালক পিতা জামশেদ নড়াইল জেলা প্রসাশন ও জেলা পুলিশের কাছে বিচারের জোঁর দাবি জানান।