নিজস্ব প্রতিবেদক : বিশ্ব পরিযায়ী পাখি দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির গুরুত্ব শীর্ষক আলোচনা সভাটি অদ্য অনলাইনে অনুষ্ঠিত হয়। এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশের বিশিষ্ট পক্ষীবিদ ও বন্যপ্রাণী সংরক্ষণবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ড. মোহাম্মদ আলী রেজা খান। স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিবিসিএফ এর প্রধান উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম।

আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর উপাচার্য অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোঃ জালাল উদ্দিন সরদার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের এমজামান জলজ উদ্ভিদ সংরক্ষণ ও সংগ্রহশালার প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. সাবরিনা নাজ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া এর প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এসএম ইকবাল, বাংলাদেশ লাইভস্টক সোসাইটি এর সাধারণ সম্পাদক রোটারিয়ান ড. হেমায়েতুল ইসলাম আরিফ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর মেকাট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ফিরোজ আলী, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার এক্সপার্ট ডা. মুজিব রহমান, ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির স্মার্ট পেট্রোল মেন্টর এসএম ইমাম আবেদ আল হাদী, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনা এর মৎস্য বিশেষজ্ঞ মফিজুর রহমান চৌধুরী এবং বিবিসিএফ এর উপদেষ্টা ড. নাসির উদ্দিন, সহ-সভাপতি শাহাবুদ্দিন মিলন, কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, ও কার্যনির্বাহী সদস্য ড. হেলাল উদ্দিন মৃধা।

আরও উপস্থিত ছিলেন নিরাপদ নওগাঁ এর সভাপতি সাখাওয়াত হোসেন, কানাইপুকুর পাখি কলোনী (জয়পুরহাট) এর সভাপতি মোহসেনা বেগম, জীববৈচিত্র্য সুরক্ষা কেন্দ্র (নাটোর) এর সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, আলোর মিছিল (খুলনা) এর সভাপতি শেখ তারেক, মৌসুমী এগ্রো এন্ড ফিস ফার্মের চেয়ারম্যান মাইকেল বারোই, এসো কাজ করি (শাজাহানপুর, বগুড়া) এর সভাপতি ডাঃ মোঃ মোখছেদ আলী, বন্য পাখি সুরক্ষা ক্লাব (ঝিনাইদহ) এর সভাপতি শফিক বিপ্লব, রেমা-কালেঙ্গা বিটের পরিবেশকর্মী (সিলেট) রবি কস্তা, ওয়াইল্ড লাইফ মিশন (কালিগজ, সাতক্ষিরা) এর মোঃ মোখলেছুর রহমান, ওয়াইল্ড লাইফ মিশন (তালা, সাতক্ষিরা) এর মোঃ রাকিব হুসাইন, মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনিরুজ্জামান খান, পরিবেশ প্রতিরক্ষা সংস্থা (শেরপুর, বগুড়া) এর সভাপতি সোহাগ রায় সাগর, দিনের আলো হিজরা সংঘ (রাজশাহী) এর সভাপতি মোহনা প্রমুখ।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিবিসিএফ এর সভাপতি মোঃ জিয়াউর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

মুখ্য আলোচক তার বক্তব্যে দেশীয় পাখি ও পরিযায়ী পাখির বিস্তারিত তুলে ধরেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির অবদান তুলে ধরেন। সেই সাথে পরিযায়ী পাখির প্রকারভেদ, বংশবৃদ্ধি, আবাসস্থল প্রভৃতি বিষয়ে বিশদ আলোচনা করেন এবং পাখি সংরক্ষণের প্রতি গুরুত্বারোপ করেন।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অক্লান্তভাবে কাজ করে যাওয়া দুই শতাধিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর কর্মকান্ডের ফলে বর্তমানে সারাদেশে সচেতনতা বৃদ্ধি পেয়েছে, প্রকাশ্যে পাখি শিকার ও হাটে-বাজারে বিক্রি বন্ধ হয়েছে এবং অসুস্থ ও আক্রান্ত পাখি উদ্ধার, চিকিৎসা ও পরিবেশে অবমুক্তকরণ কার্যক্রম চলমান হয়েছে।
সেই সাথে রাজশাহী জেলায়। যেমন দুটি জলাভূমিকে ‘জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ হিসেবে ঘোষণা করা হয়েছে, তেমনি প্রতিটি জেলায় অন্তত: একটি করে এরূপ অভয়ারণ্য ঘোষণার দাবী জানানো হয়।