ডিএনসিসির মশক নিধন কার্যক্রমে যুক্ত হচ্ছে বিএনসিসি ও স্কাউট

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিবেদক ঃ ডেংগুর প্রকোপ রোধে মশক নিধনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও জাতীয় স্কাউট দল।

মানুষের মধ্যে অধিক জনসচেতনা বাড়াতে তাদের নিয়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
সোমবার (১৫ মে) দুপুরে ডিএনসিসির প্রধান কার্যালয় নগর ভবনে মেয়র মোঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে এই বিষয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় ডিএনসিসি মেয়র বলেন, ‘ডেংগুর প্রকোপ রোধে জনগণকে সচেতন ও সম্পৃক্ত করতে আমরা ব্যাপক প্রচারণা চালানোর সিদ্বান্ত নিয়েছি।

ডিএনসিসির কাউন্সিলর ও কর্মকর্তাদের সাথে এবার মাঠ নামবে বিএনসিসি ও স্কাউট। বিভিন্ন অঞ্চলে ৪০০মিটার×৪০০মিটার গ্রিডে ভাগ করে এই সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে। আমি বিশ্বাস করি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হবে।’

আগামী বুধবার (১৭ মে) মিরপুর অঞ্চলে মশক নিধনে মানুষের মধ্যে অধিক জনসচেতনা বাড়াতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন স্কাউট ও বিএনসিসিকে সঙ্গে নিয়ে মাঠে নামবে বলেও জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *