যশোরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ফেনসিডিল ও নিষিদ্ধ পলিথিনসহ ৪ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত


নিজস্ব প্রতিনিধি ঃ সোমবার ১৫ মে, যশোরের ডিবি পুলিশের এসআই আব্দুল্লাহ আল মামুন, এসআই আমিরুল ইসলাম, এএসআই শেখ কামরুল আলমদের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনা কালে কোতয়ালী মডেল থানাধীন মহিলা কলেজ সংলগ্ন বনবিথী লেন ওয়াপদাপাড়া সাকিনস্থ বাসা নং-১২৯০/৪ এর গেইটের সামনে পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী জুয়েল বিশ্বাস (৩৩), পিতা- রেজাউল বিশ্বাস, সাং- বুড়িন্দিয়া, থানা- চৌগাছা এবং মিনু আক্তার ময়না (৪০), পিতামৃত- মতিয়ার রহমান, সাং- খড়কী গাজীর বাজার, থানা- কোতয়ালী, উভয়জেলা- যশোরদের ১০৫ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত আলামতের মূল্য ৩,১৫,০০০ (তিন লক্ষ পনের হাজার) টাকা। এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী নিয়মিত মামলা রুজু হয়েছে।

একই দিনে যশোরের ডিবি পুলিশের এসআই নূর ইসলাম, এসআই সাদ্দাম হোসেন, এএসআই শাহীন মিয়া দের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কেশবপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনা কালে কেশবপুর থানাধীন বালিয়াডাঙ্গা মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের বিপরীতে মোসাম্মৎ মনিরা খানম এর বাড়ী হতে সাদ্দাম হোসেন (৩৪), পিতামৃত- সোহরাব গাজী, সাং- বেজডাঙ্গা এবং রমজান আলী (৪০), পিতা- নাজিম উদ্দীন দফাদার, সাং- সাতবাড়িয়া, উভয়থানা- কেশবপুর, জেলা- যশোরদের ৪৫০ কেজি অবৈধ পলিথিন সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৮১,০০০ (একাশি হাজার) টাকা।
এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *