নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার ৩০ মে, বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)এপিবিএন-০৫ পুলিশের সহযোগিতায় রাজধানীর ভাটারা থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে সপ্নপুরি ডিপার্টমেন্টাল শপ, দাগ- ৯১৭৫, মাদানী এভিনিউ, ভাটারা, ঢাকা প্রতিষ্ঠানটি বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই বাধ্যতামূলক সিএম লাইসেন্স এর আওতাভুক্ত স্থানীয়ভাবে প্রক্রিয়াজাতকৃত পণ্য ‘কেক, ফার্মেন্টেড মিল্ক’ এবং আমদানিকৃত পণ্য “ফ্রুট জুস, সস, জ্যাম-জেলি, ভিনেগার, চকোলেট, শ্যাম্পু, বেবি লোশন, স্কিন ক্রিম, ওটস, কর্ণ ফ্লেক্স” বিক্রি, বিতরণকালে পণ্যসমূহ এর অনুকূলে বিএসটিআই লাইসেন্স/ছাড়পত্র আছে মর্মে মিথ্যা তথ্য প্রদান করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে উক্ত আইনের ৩০ ধারা মোতাবেক মামলা দায়ের করা হয়।
দায়েরকৃত মামলার প্রেক্ষিতে আদালত প্রতিষ্ঠানটিকে ১০,০০০ (দশ হাজার) টাকা মাত্র অর্থদন্ড প্রদান করে। উল্লেখ্য, প্রতিষ্ঠানটিতে প্রাপ্ত নিষিদ্ধ ঘোষিত স্কিন ক্রিম তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
“হক বেকারী এন্ড সুইটস”, মাদানী এভিনিউ, ১০০ ফিট রোড, নতুন বাজার, ভাটারা, ঢাকা প্রতিষ্ঠানটি ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতিত বিস্কুট, পাউরুটি, ঘি, কেক, দই পণ্যসমূহ বিক্রয় বিতরণ এবং বাজারজাত করার অপরাধে বিজ্ঞ আদালত প্রতিষ্ঠানটিকে ৩,০০০ (তিন হাজার) টাকা জানা করে। এছাড়া সিএম লাইসেন্স ব্যতিত বাধ্যতামূলক পণ্য উৎপাদন, বিক্রি, বিতরণ করায় ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে আরও ৩ (তিন)টি প্রতিষ্ঠান বরাবর সিএম লাইসেন্স গ্রহণের লক্ষ্যে তাৎক্ষণিকভাবে পত্র ইস্যুপূর্বক সতর্কতা প্রদান করা হয়।
ঘানিঘর, বারিধারা নতুনবাজার, দোকান মালিক সমিতি, বাড্ডা, ভাটারা, গুলশান, ঢাকা। পণ্য-সরিষার তেল।
সোহরাব দধি ভান্ডার, দোকান নং-১৩, গলি নং-১,বারিধারা নতুনবাজার, বাড্ডা, ভাটারা, গুলশান, ঢাকা পণ্য-ফার্মেন্টেড মিল্ক (দধি), ঘি এবং চন্দ্রপূরী দধি ভান্ডার, দোকান নং-১২, গলি নং-১,বারিধারা নতুনবাজার, বাড্ডা, ভাটারা, গুলশান, ঢাকা পণ্য-ফার্মেন্টেড মিল্ক (দধি), ঘি।
উল্লেখ্য, এলাকাস্থ কাঁচা বাজার সংলগ্ন বিভিন্ন সুপার শপ এবং সকল মাছ, ফলমূল, সব্জি, বিক্রেতা এবং মুদি ব্যবসায়ী প্রতিষ্ঠানে বিএসটিআই লাইসেন্সপ্রাপ্ত পণ্য এবং ওজনযন্ত্রের ভেরিফিকেশন নিশ্চিত করার লক্ষ্যে দোকানদারগণকে জনসচেতনামূলক পরামর্শ, বিএসটিআই এর লিফলেট বিতরণসহ সতর্কতা প্রদান করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে ২ (দুই) টি প্রতিষ্ঠানে দুইটি আইনে সর্বমোট ১৩,০০০ (তেরো হাজার) টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা।
প্রসিকিউটর হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর প্রধান কার্যলয়ের রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার (সিএম) এবং সোহানুর রহমান, সোহান পরীক্ষক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।