নিজস্ব প্রতিনিধি : বান্দরবান পার্বত্য জেলা শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি -বার্ষিক সম্মেলন শনিবার ১০ জুন সকাল ১০ টায় অরুণ সারকী টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষনা করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান জনাব
ক্য শৈ হ্লা, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ড. মোঃ জমির উদ্দিন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আজিম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, পানি সম্পদ বিষয়ক সম্পাদক রাহুল বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য মশিউর রহমান, জাতীয় পরিষদ সদস্য রনজিত রায় সানী, বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বান্দরবান জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শফিকুর রহমান, আব্দুর রহিম চৌধুরী, কাজল ক্লান্তি দাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, সাংগঠনিক সম্পাদক ক্য সা প্রু মারমা, অজিত কান্তি দাস চৌধুরী প্রকাশ বড়ুয়া, সভাপতিত্ব করেন বান্দরবান জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাদেক হোসেন চৌধুরী, সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিং থোয়াই মারমা।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আগামী ৩ (তিন) বছরের জন্য বান্দরবান জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সভাপতি পদে মং ওয়াই চিং, সহ সভাপতি জহির উদ্দিন চৌধুরী বাবর, থে ওয়াং (হ্লা এ মং) সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ফাহিম ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে মং বাহেন আকাশকে মনোনীত করা হয়েছে।