রিয়াজ রহমান ঃ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় পারফরমেন্স বেজড ফর সেকেন্ডারী ইন্সটিটিউশন্স (পিবিজিএসআই) স্কীমের আওতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশ গ্রহন করার পত্র না পাওয়ায় স্কুল ম্যানেজিং কমিটি, শিক্ষক ও এলাকার সুশীল সমাজ ক্ষোভ প্রকাশ করেছেন।
গত ২৯ মে পারফরমেন্স বেজড ফর সেকেন্ডারী ইন্সটিটিউশন্স (পিবিজিএস আই) স্কীমের আওতায় উপজেলার ২৬টি স্কুল ও ১৯টি মাদরাসার প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সভাপতিগণ পৌর শহরের জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে একদিনের ওয়ার্কসপে অংশ গ্রহন করেন। পৌর শহরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহন করে সফলতা অর্জন করে এলাকার সুনাম বয়ে আনলে ও উক্ত ওয়ার্কসপে দাওয়াত পায়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রুহুল আমীন জানান, বিনা কারণে আমার এমপিওর আবেদন বাতিল করায় আমি উপ-পরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সিলেট অঞ্চল সিলেট বরাবরে গত ১৩ এপ্রিল আবেন করায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে এম মুখলেছুর রহমান ক্ষুব্দ হয়ে গত ২৯ মে অনুষ্ঠিত ওয়ার্কসপে আমাদের বিদ্যালয়ের কোন প্রতিনিধি উপস্থিত হওয়ার পত্র প্রেরন করেননি।
ম্যানেজিং কমিটির সভাপতি বদরুল ইসলাম জানান, মাধ্যমিক শিক্ষা অফিসারের বিভিন্ন অনিয়মের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করায় আমাদেরকে উক্ত ওয়ার্কসপে অংশ গ্রহন করার সুযোগ করে দেননি। মাধ্যমিক শিক্ষা অফিসার আমাদের প্রতি অবিচার করেছেন। বিষয়টি তদন্তকরে ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের সু-দৃষ্ঠি কামনা করছি।
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে এম মুখলেছুর রহমান জানান, ওয়ার্কসপে অংশ গ্রহনের জন্য নির্ধারিত সংখ্যা একশত জন থাকায় যে সব বিদ্যালয় ওয়ার্কসপে অংশ গ্রহনের সুযোগ পায়নি, পরবর্তীতে বাজেট সাপেক্ষে তাদের সুযোগ করে দেয়া হবে।