নমিনেশন জমা দিয়েই প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হুমকির অভিযোগ হিরো আলমের বিরুদ্ধে

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা রাজধানী রাজনীতি

মারুফ সরকার :  ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্রভাবে লড়তে নির্বাচন কমিশনে মনোনয়ন জমা দিয়েই প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়াকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে হিরো আলমের বিরুদ্ধে।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকেলে মোবাইল ফোনে হিরো আলম হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছেন তারিকুল।  সেখানে হিরো আলম বেশ জোরগলায় তারিকুল ভূঁইয়াকে বকাঝকা করেন।


বিজ্ঞাপন

এক সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে হিরো আলম সম্পর্কে তারিকুল ইসলাম যা বলেছেন তাতে আপত্তি করেছেন হিরো আলম। আর ফোনে তাই তারিকুলকে বলেন- আপনি চেনেন হিরো আলমকে? হিরো নাকি জিরো আপনি জানেন?

তারিকুল ইসলাম ভূঁইয়া জানান, মনোনয়ন জমা দিয়ে বের হলে গণমাধ্যম তার কাছে হিরো আলম সম্পর্কে জানতে চেয়েছিল। এসময় তিনি বলেছিলেন, অভিনয়নের মাঠে হিরো আলম বেশ পরিচিত মানুষ। কিন্তু আমি মনে করি রাজনীতির মাঠে তিনি জিরো। কারণ উনি তৃণমূল থেকে রাজনীতি করে আসা মানুষ নয়।

তারিকুল বলেন, গণমাধ্যম বার বার তার সম্পর্কে জানতে চাওয়ায় আমি একথা বলেছি। সেই ভিডিও দেখে তিনি আমাকে মোবাইলে কল করে হুমকি ধমকি দিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *