ইট ভাটায় বিএসটিআই এর রংপুর বিভাগীয় অফিসের কর্মকর্তারা।
নিজস্ব প্রতিনিধি : সোমবার ১৯ জুন বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের উপ-পরিচালক মফিজ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে গুণগত মান সনদ গ্রহণ ব্যাতিত ক্লে-ব্রিকস ( ইট) উৎপাদন ও বিক্রি করার অপরাধে দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন ইট ভাটায় সার্ভিল্যান্স পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে উল্লেখিত প্রতিষ্ঠানের সিএম লাইসেন্স না থাকায় নিয়মিত মামলা দায়েরের উদেশ্যে পণ্য জব্দ ও তথ্য সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠান সমুহকে ০৩ দিনের মধ্যে অবশ্যই আবেদন দাখিল করতে পরামর্শ দেয়া হয়েছে, এবি ব্রিকস নশিপুর, সদর, দিনাজপুর, এফএবি ব্রিকস বাশের হাট, নশিপুর,সদর, দিনাজপুর, জিএম ব্রিকস
গড়নূরপুর (দশমেইল মোড়),কাহারোল, দিনাজপুর, হিমেল ব্রিকস গড়নূরপুর( দশমাইল সংলগ্ন), কাহারোল, দিনাজপুর, ডিএইচ ব্রিকস নশিপুর, সদর, দিনাজপুর, এইচ বি ব্রিকস নশিপুর, সদর, ডিনাজপুর, শিপন ব্রিকস বাশেরহাট (মোস্তফাবাদ) সদর, দিনাজপুর, মা ব্রিকস নশিপুর, সদর, দিনাজপুর, এমএমটি ব্রিকস ফিল্ড নশিপুর বাজার, জামতলী,সদর, দিনাজপুর, প্রতিধ্বনি ব্রিকস ম্যানুফ্যাকচারার্স রামজীবনপুর, গোপালগঞ্জ হাট,দিনাজপুর, এএস ব্রিকস গোপালগঞ্জ, রামজীবনপুর, সদর, দিনাজপুর, রোজ ফুড এন্ড বেকারি গোপালগঞ্জ বাজার, সদর, দিনাজপুর, পিআরবি ম্যানুফ্যাকচারিং কোং বড়ইল, সদর, দিনাজপুর, কীর্তি এন্টারপ্রাইজ মাধপপুর, সদর,দিনাজপুর, ঘর ব্রিকস ভুইপাড়া, সদর, দিনাজপুর, ত্রীবেণী এন্টারপ্রাইজ পারগাও, সদর, দিনাজপুর, নিউ ফ্রেন্ডস ব্রিক কোং রাজবাড়ী, সদর, দিনাজপুর, সোনার বাংলা ব্রিকস শ্রীকৃষ্ণপুর,বাইসাপাড়া,বিরল, দিনাজপুর, সোনালী ব্রিকস মহাদেবপুর, বিরল, দিনাজপুর, এম এম ব্রিকস দক্ষিণ বহলা, বিরল, দিনাজপুর, সুবাইদা ব্রিকস তেতুলতলা, বিরল, দিনাজপুর, ফ্রেন্ডস ফুড এন্ড বেকারি
দুলাল মার্কেট, বিরল, দিনাজপুর, সফুরা ব্রিকস চক গোবিন্দ, ফরকাবাদ, বিরল, দিনাজপুর, রাফিয়া ব্রিকস
তেঘরা, মহেষপুর, বিরল, দিনাজপুর, তনয় ব্রিকস, বাজনাহার, বিরল, দিনাজপুর, মা ব্রিকস বাজনাহার, ধুকুরঝাড়ি,পিপুল্লা, বিরল, দিনাজপুর, মুন্নু ব্রিকস ধুকুরঝারি,পিপুল্লা,বিরল,দিনাজপুর, এসএবি ব্রিকস ঢেড়াপাটিয়া,বিরল,দিনাজপুর, এমএইচ ব্রিকস নিজামপুর, বিরল,দিনাজপুর, আল হেরা ডেইরি মিল্ক এন্ড সুইটস সহরগ্রাম, ফুলবাড়ী হাট,বিরল, দিনাজপুর, এম বি ব্রিকস মাহেদপুর, পলাশবাড়ী, বোচাগঞ্জ, দিনাজপুর, এস এন ব্রিকস ভাদুয়ারী,বোচাগঞ্জ,দিনাজপুর, এমএএস ব্রিকস দক্ষিন মাধবপুর,পীরগঞ্জ,ঠাকুরগাও, এবি ব্রিকস বৈরচনা,পীরগঞ্জ,ঠাকুরগাও এবং এমআর ব্রিকস বৈরচনা,পীরগঞ্জ,ঠাকুরগাও।
উক্ত অভিযান বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের প্রধান ও উপ-পরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমদ এর নেতৃত্বে অংশ গ্রহণের করেন মোঃ জাহিদুর রহমান , সহকারী পরিচালক ( সিএম), জুনায়েদ আহমেদ, ফিল্ড অফিসার ( সিএম) এবং ইশতিয়াক আহম্মেদ, ফিল্ড অফিসার (সিএম)।
বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের প্রধান ও উপ-পরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমেদ আজকের দেশ ডটকম কে জানান জাতীয় ও জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এর অভিযান অব্যাহত থাকবে।