বিনোদন ডেস্ক : ছুটি কাটিয়ে নিউইয়র্ক থেকে মুম্বাই ফিরেছেন বলিউড তারকা সারা আলী খান। কিন্তু ফিরেই মুম্বাই এয়ারপোর্টে ভক্তের উপর খুব চটেছেন এই নায়িকা।
কোথাও বের হলেই তাকে ভক্তরা ঘিরে ধরেন সেলফি নেয়ার জন্য। তবে পথে ঘাটে ভক্ত অনুরাগীদের সেলফির আবদার কখনও ফেরান না সারা। সে দিন এয়ারপোর্ট থেকে বের হতেই একের পর এক সেলফি তোলার আবদার আসতে থাকে। এরই মধ্যে এক জন হঠাৎই সারার কাঁধে হাত দিয়ে ঘনিষ্ঠ হয়ে ছবি তুলতে গেলেই ছিটকে সরে যান অভিনেত্রী। উত্তেজিত সারাকে বলতে শোনা যায়, ‘আপ টাচ কিউ কর রহে হো!’ যদিও এর পরেও সেই ভক্তের সঙ্গে দূরত্ব বজায় রেখে সেলফি তোলেন সারা।
পুরো ঘটনাটি ভিডিওতে বন্দী হয়েছে আলোকচিত্রীদের ক্যামেরায়। নেট দুনিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তেই সারা ফ্যানেরা সেই ভক্তের সমালোচনায় সরব হন। সেলফি তোলার ওছিলায় তিনি যে শালীনতার মাত্রা লঙ্ঘন করে ফেলেছেন সে কথাও বলছেন নেটিজেনদের একাংশ।
এমনিতে ‘ডাউন টু আর্থ’ হিসেবে ইন্ডাস্ট্রিতে বেশ সুনাম রয়েছে সারার। সারা মানেই সব সময়ে হাসিমুখ, মিষ্টি ব্যবহার। কিন্তু এয়ারপোর্টে ভক্তের ব্যবহারে মেজাজ হারিয়ে ফেলেন এই বলিউড তারকা।