রূপপুরের ইউরেনিয়াম আসবে সেপ্টেম্বরে :  সেনাবাহিনীর সহায়তায় সড়কপথে যাবে রূপপুরে

Uncategorized অর্থনীতি জাতীয় বানিজ্য বিজ্ঞান ও প্রযুক্তি রংপুর সারাদেশ

রুপ পুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।


বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক :  রূপপুরের ইউরেনিয়াম আসবে সেপ্টেম্বরে, সেনাবাহিনীর সহায়তায় সড়কপথে যাবে রূপপুরে।রাশিয়া থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবে ইউরেনিয়াম। বিশেষ উড়োজাহাজে বিশেষায়িত কনটেইনারে আনা হবে এই ইউরেনিয়াম। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ইউরেনিয়ামভর্তি বিশেষায়িত কনটেইনার নেওয়া হবে প্রকল্প এলাকা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে।


বিজ্ঞাপন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটে বছরে ৭০-৮০ টন ইউরেনিয়াম প্রয়োজন হবে। প্রতি ১৮ মাস পরপর চুল্লিতে (রিয়্যাক্টর) ইউরেনিয়াম লোড করা হবে। প্রতি কেজি ইউরেনিয়ামের জন্য সরকারের খরচ পড়বে ৫৫০ ডলার।আশা করা হচ্ছে আগামী বছর থেকে বিদ্যুৎকেন্দ্রটি পরীক্ষামূলকভাবে চালু হবে। (তথ্য সূত্র ও ছবি : বিএমএ)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *