নিজস্ব প্রতিনিধি : সারাদেশে ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে গতকাল সোমবার ২৪ জুলাই, বেলা ১১ টার সময় যশোর শহরের দড়াটানা মোড়ে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে পথসভা আয়োজন করা হয় এবং জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করা হয়।
এসময় পথসভায় উপস্থিত হয়ে জনসচেতনতা সভার নেতৃত্ব দেন যশোরের সিভিল সার্জন ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ নাজমুস সাদিক ও এমওসিএস ডাঃ মোঃ রেহেনেওয়াজ।
এছাড়া উপস্থিত ছিলেন যশোর সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডাঃ দীপঙ্কর ভট্টাচার্য, মেডিকেল অফিসার (ডিআরএস), ডাঃ অনুপম দাস, মেডিকেল অফিসার (আইসিটি), ডাঃ তাইফুর আজিজ খান, ডাঃ রুমানা আক্তার, ডাঃ সাবরিনা মমতাজ, ডাঃ সামিনা পারভীন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাঃ দীপঙ্কর দাস সহ সিভিল সার্জন অফিসের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।
এসময় বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সক্রিয় অংশগ্রহণে পথচারী ও আশেপাশের দোকান ও প্রতিষ্ঠানে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।