মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের কালিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে শোভাযাত্রা আলোচনাসভা ও মৎস্য পোনা অবমুক্ত করা হয়েছে। মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে (২৫ জুলাই) মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্তর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রা শেষে পঞ্চপল্লী স্কুলের সামনে উন্মুক্ত খালে মৎস্য পোনা অবমুক্ত করা হয়। মৎস্য পোনা অবমুক্তের পর উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরুস্তার বিতরণ করা হয়। শোভাযাত্রা ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,নড়াইল ১ আসনের সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি,সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দিপন,উপজেলা মৎস্য কর্মকর্তা আবু রায়হান,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভিন নিরি,বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার ঘোষ,কৃষি ইভা মল্লিক প্রমুখ। আলোচনা সভা শেষে চার জন সফল মৎস্য চাষিকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।