বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকীতে আরএমি’র পুলিশ কমিশনারের শ্রদ্ধা জ্ঞাপন

Uncategorized জাতীয় জীবনী রাজশাহী

নিজস্ব প্রতিনিধি :  আজ মঙ্গলবার  ৮ আগষ্ট,  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী  বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী। ১৯৩০ সালের ৮ আগস্ট বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এ মহীয়সী নারী জন্মগ্রহণ করেন।


বিজ্ঞাপন

দিনটি উপলক্ষ্যে যথাযোগ্য মর্যাদায়  সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি রাজশাহীতে পুলিশ কমিশনার  বিপ্লব বিজয় তালুকদার সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।


বিজ্ঞাপন

পরবর্তীতে পুলিশ কমিশনার  জেলা প্রশাসন রাজশাহী’র আয়োজনে সকাল সাড়ে  ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ”সংগ্রাম-স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা” শীর্ষক অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সদর)  মো: সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই)  মো: মনিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা)  বিভূতি ভূষন বানার্জী, উপ-পুলিশ কমিশনার (ডিবি)  মো: আল মামুন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)  অনির্বান চাকমা-সহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *