উত্তরে আতিক দক্ষিণে তাপস

জাতীয় রাজধানী রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। উত্তর সিটিতে আতিকুল ইসলাম এবং দক্ষিণে ফজলে নূর তাপসকে মনোনয়ন দিয়েছে দলটি। রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের দলের পক্ষে প্রার্থীদের নাম ঘোষণা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে নেতাকর্মীদের নিয়ে ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ে আসেন ফজলে নূর তাপস। পরে বেলা পৌনে ১১টার দিকে আসেন উত্তরের বর্তমান মেয়র আতিকুল ইসলাম।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা থেকে বাদ পড়লেন বর্তমান মেয়র সাঈদ খোকন।
অপরদিকে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। ঢাকা উত্তর সিটিতে দলটির মনোনয়ন পেয়েছেন তাবিথ আউয়াল আর দক্ষিণে মনোনয়ন পেয়েছেন ইশরাক হোসেন।
এর আগে আওয়ামী লীগের ধানম-ির সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে উত্তর ও দক্ষিণে ২০ জন মেয়র পদপ্রত্যাশি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৮ জন এবং উত্তর সিটিতে ১২ জন মেয়র পদপ্রার্থী ছিলেন। শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়ে শনিবার বিকেল ৫টায় মনোনয়ন ফরম বিতরণ ও জমাদানের কার্যক্রম শেষ হয়।
প্রসঙ্গত, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।
পদত্যাগ করলেন তাপস : আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শেখ ফজলে নূর তাপস। সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য মনোনয়ন পাওয়ার পর ঢাকা-১০ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। রোববার দুপুরে পদত্যাগের ঘোষণা দেন তাপস।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস যুবলীগের প্রতিষ্ঠাতা ফজলুল হক মনির ছেলে ও বর্তমান চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের ছোট ভাই।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের এই ভাতিজা যুবলীগের কাউন্সিলের আগে দলটির শীর্ষ নেতৃত্বে আসার আলোচনায় ছিলেন। শেষ পর্যন্ত তাপসের বড় ভাইকে যুবলীগ চেয়ারম্যান করা হয়।
সাঈদ খোকনের মনোনয়ন না পাওয়ার বিষয়ে দলের নেতারা বলছেন, চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি মোকবিলায় দক্ষিণ সিটি কর্পোরেশনের দুর্বলতা প্রকাশ পেয়েছে, যা মেয়রের ইমেজের পাশাপাশি সরকারের ভাবমূর্তিতেও নেতিবাচক প্রভাব ফেলেছে। ডেঙ্গুর বাহক এডিস মশা নিয়ে অনেকেই মেয়রের ব্যর্থতার কথা বলেছেন। ডেঙ্গু নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করে দেশজুড়েও সমালোচিত হন তিনি। এরও আগে ঢাকার সড়কগুলোর পাশে ডাস্টবিন বসানোর প্রজেক্টেও ব্যর্থ হন তিনি, এ নিয়েও সমালোচিত হয়েছেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে যারা বিতর্কিত তাদের মনোনয়ন দেয়া হবে না। বিতর্কের ঊর্ধ্বে যারা, যাদের অপকর্মের রেকর্ড নেই- এ ধরনের প্রার্থীদের আমরা মনোনয়ন দেব।
ঢাকায় আ.লীগের কাউন্সিলর প্রার্থী হলেন যারা : ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের দলীয় মেয়র প্রার্থী ঘোষণার পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর নামও ঘোষণা করেছে। গতকাল রোববার দুপুর ১২টায় ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে গত শনিবার সন্ধ্যা ছয়টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়।
ডিএনসিসিতে কাউন্সিলর প্রার্থী যারাÑ ওয়ার্ড নম্বর ১ এ মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর মো. আফছার উদ্দিন খান, ওয়ার্ড নম্বর ২ আলহাজ কদম আলী মাতবর, ওয়ার্ড নম্বর ৩ মো. জিন্নাত আলী মাতবর, ওয়ার্ড নম্বর ৪ বর্তমান কাউন্সিলর মো. জামাল মোস্তফা ফের মনোনয়ন পেয়েছেন, ওয়ার্ড নম্বর ৫- বর্তমান কাউন্সিলর মো. আবদুর রউফ নান্নু, ওয়ার্ড নম্বর ৬- সালাউদ্দিন রবিন, ওয়ার্ড নম্বর ৭- মো. তফাজ্জল হোসেন, ওয়ার্ড নম্বর ৮- মো. আবুল কাশেম মোল্লা, ওয়ার্ড নম্বর ৯- বর্তমান কাউন্সিলর মুজিব সারোয়ার মাসুম, ওয়ার্ড নম্বর ১০ বর্তমান কাউন্সিলর আবু তাহের, ওয়ার্ড নম্বর ১১- বর্তমান কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নান, ওয়ার্ড নম্বর ১২- মুরাদ হোসেন, ওয়ার্ড নম্বর ১৩- বর্তমান কাউন্সিলর মো. হারুন-অর-রশিদ, ওয়ার্ড নম্বর ১৪- মো. মইজউদ্দিন, ওয়ার্ড নম্বর ১৫- বর্তমান কাউন্সিলর সালেক মোল্লা, ওয়ার্ড নম্বর ১৬-এ বর্তমান কাউন্সিলর মো. মতিউর রহমান, ওয়ার্ড নম্বর ১৭ মো. ইসহাক মিয়া, ওয়ার্ড নম্বর ১৮- এ বর্তমান কাউন্সিলর মো. জাকির হোসেন, ওয়ার্ড নম্বর ১৯- বর্তমান কাউন্সিলর মো. মফিজুর রহমান, ওয়ার্ড নম্বর ২০- মো. জাহিদুর রহমান, ওয়ার্ড নম্বর ২১- বর্তমান কাউন্সিলর মাসুম গনি, ওয়ার্ড নম্বর ২২-এ বর্তমান কাউন্সিলর মো. লিয়াকত আলী, ওয়ার্ড নম্বর ২৩- মো. শাখাওয়াত হোসেন, ওয়ার্ড নম্বর ২৪-এ বর্তমান কাউন্সিলর মো. সফিউল্লা, ওয়ার্ড নম্বর ২৫- আব্দুল্লাহ আল মঞ্জুর, ওয়ার্ড নম্বর ২৬-এ বর্তমান কাউন্সিলর শামীম হাসান, ওয়ার্ড নম্বর ২৭-এ বর্তমান কাউন্সিলর ফরিদুর রহমান খান, ওয়ার্ড নম্বর ২৮- বর্তমান কাউন্সিলর মো. ফোরকান হোসেন, ওয়ার্ড নম্বর ২৯- এ বর্তমান কাউন্সিলর মো. নুরুল ইসলাম রতন, ওয়ার্ড নম্বর ৩০- এ বর্তমান কাউন্সিলর আবুল হাসেম (হাসু), ওয়ার্ড নম্বর ৩১- এ সংরক্ষিত আসনের বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজি, ওয়ার্ড নম্বর ৩২- সৈয়দ হাসান নূর ইসলাম, ওয়ার্ড নম্বর ৩৩- আসিফ আহমেদ, ওয়ার্ড নম্বর ৩৪- শেখ মোহাম্মদ হোসেন, ওয়ার্ড নম্বর ৩৫-এ বর্তমান কাউন্সিলর মোক্তার সরদার, ওয়ার্ড নম্বর ৩৬- বর্তমান কাউন্সিলর তৈমুর রেজা খোকন, ওয়ার্ড নম্বর ৩৭- বর্তমান কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম, ওয়ার্ড নম্বর ৩৮- বর্তমান কাউন্সিলর শেখ সেলিম, ওয়ার্ড নম্বর ৩৯- এ বর্তমান কাউন্সিলর মো. শফিকুল ইসলাম, ওয়ার্ড নম্বর ৪০- এ বর্তমান কাউন্সিলর মো. নজরুল ইসলাম ঢালী. ওয়ার্ড নম্বর ৪১- আবদুল মতিন, ওয়ার্ড নম্বর ৪২- মো. জাহাঙ্গীর আলম, ওয়ার্ড নম্বর ৪৩- শরিফুল ইসলাম ভূঞা, ওয়ার্ড নম্বর ৪৪- মো. শফিকুল (শফিক), ওয়ার্ড নম্বর ৪৫- জয়নাল আবেদীন, ওয়ার্ড নম্বর ৪৬- মো. সাইদুর রহমান সরকার, ওয়ার্ড নম্বর ৪৭- মোতালেব মিয়া, ওয়ার্ড নম্বর ৪৮- এ.কে.এম. মাসুদুজ্জামান, ওয়ার্ড নম্বর ৪৯- মো. সফিউদ্দিন মোল্লা, ওয়ার্ড নম্বর ৫০- ডি.এম. শামীম, ওয়ার্ড নম্বর ৫১- মোহাম্মদ শরীফুর রহমান, ওয়ার্ড নম্বর ৫২- মো. ফরিদ আহমেদ, ওয়ার্ড নম্বর ৫৩- মো. নাসির উদ্দিন ও ওয়ার্ড নম্বর ৫৪ জাহাঙ্গীর হোসেন। এদিকে সংরক্ষিত আসনের নারী প্রার্থীদের নাম গতকাল রোববার রাতে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।এছাড়া, ডিএনসিসিতে দলীয় মেয়র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র মো. আতিকুল ইসলামকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।
ঢাকা দক্ষিণে কাউন্সিলর প্রার্থীরা হলেনÑ ওয়ার্ড নম্বর-১ এ খিলগাঁও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম, ওয়ার্ড নম্বর-২ এ বর্তমান কাউন্সিলর মো. আনিসুর রহমান, ওয়ার্ড নম্বর-৩ এ বর্তমান কাউন্সিলর মো. মাকছুদ হোসেন, ওয়ার্ড নম্বর-৪ এ স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, ওয়ার্ড নম্বর-৫ এ বর্তমান কাউন্সিলর মো. আশ্রাফুজ্জামান, ওয়ার্ড নম্বর-৬ এ বর্তমান কাউন্সিলর মো. সিরাজুল ইসলাম ভাট্টি, ওয়ার্ড নম্বর-৭ এ বর্তমান কাউন্সিলর আবদুল বাসিত খান, ওয়ার্ড নম্বর-৮ এ স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সম্পাদক মো. ইসমাইল জবিউল্লাহ, ওয়ার্ড নম্বর ৯-এ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. মোজাম্মেল হক, ওয়ার্ড নম্বর-১০ এ বর্তমান কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর, ওয়ার্ড নম্বর-১১ এ বর্তমান কাউন্সিলর মো. হামিদুল হক শামীম, ওয়ার্ড নম্বর-১২ এ ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সাবেক উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ম. ম. মামুন রশিদ শুভ্র, ওয়ার্ড নম্বর-১৩-এ পল্টন থানা আওয়ামী লীগ সভাপতি মো. এনামুল হক, ওয়ার্ড নম্বর-১৪ এ হাজারীবাগ থানা আওয়ামী লীগ সভাপতি ইলিয়াছুর রহমান, ওয়ার্ড নম্বর-১৫ এ ধানমন্ডি থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবলা, ওয়ার্ড নম্বর-১৬ এ স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, ওয়ার্ড নম্বর-১৭ এ স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান, ওয়ার্ড নম্বর-১৮ এ নিউমার্কেট থানা আওয়ামী লীগ সহ-সভাপতি আ. স. ম. ফেরদৌস আলম, ওয়ার্ড নম্বর-১৯ এ ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগ সহ-সভাপতি মোহা. আবুল বাশার, ওয়ার্ড নম্বর-২০ এ বর্তমান কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতন, ওয়ার্ড নম্বর-২১ এ মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগ সাবেক সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান, ওয়ার্ড নম্বর-২২ এ হাজারীবাগ থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জিন্নাত আলী, ওয়ার্ড নম্বর-২৩ এ লালবাগ থানা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. মকবুল হোসেন, ওয়ার্ড নম্বর-২৪ এ বর্তমান কাউন্সিলর মো. মোকাদ্দেস হোসেন জাহিদ, ওয়ার্ড নম্বর-২৫ এ ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগ সহ-সভাপতি মো. আনোয়ার ইকবাল, ওয়ার্ড নম্বর-২৬ এ বর্তমান কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, ওয়ার্ড নম্বর-২৭ এ বর্তমান কাউন্সিলর ওমর বিন আবদুল আজিজ, ওয়ার্ড নম্বর-২৮ এ ওয়ার্ড আওয়ামী লীগ সহ-সভাপতি মো. সালেহিন, ওয়ার্ড নম্বর-২৯ এ বর্তমান কাউন্সিলর জাহাঙ্গীর আলম বাবুল, ওয়ার্ড নম্বর-৩০ এ বর্তমান কাউন্সিলর মো. হাসান, ওয়ার্ড নম্বর-৩১ এ মহানগর (দক্ষিণ) যুবলীগ সাবেক সদস্য শেখ মোহাম্মদ আলমগীর, ওয়ার্ড নম্বর-৩২ এ ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক দফতর সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান, ওয়ার্ড নম্বর-৩৩ এ স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. ইলিয়াস রশীদ, ওয়ার্ড নম্বর-৩৪ এ বর্তমান কাউন্সিলর মীর সমীর, ওয়ার্ড নম্বর-৩৫ এ বর্তমান কাউন্সিলর মো. আবু সাঈদ, ওয়ার্ড নম্বর-৩৬ এ বর্তমান কাউন্সিলর রঞ্জন বিশ্বাস, ওয়ার্ড নম্বর-৩৭ এ বর্তমান কাউন্সিলর মো. আবদুর রহমান মিয়াজী, ওয়ার্ড নম্বর-৩৮ এ সরকারি কবি নজরুল কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহমদ ইমতিয়াজ মন্নাফী, ওয়ার্ড নম্বর-৩৯ এ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রোকন উদ্দিন আহমেদ, ওয়ার্ড নম্বর-৪০ এ গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, ওয়ার্ড নম্বর-৪১ এ বর্তমান কাউন্সিলর সারোয়ার হাসান (আলো), ওয়ার্ড নম্বর-৪২ এ বর্তমান কাউন্সিলর মোহাম্মদ সেলিম, ওয়ার্ড নম্বর-৪৩ এ বর্তমান কাউন্সিলর মো. আরিফ হোসেন, ওয়ার্ড নম্বর- ৪৪ এ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. নিজাম উদ্দিন, ওয়ার্ড নম্বর-৪৫ এ সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর হেলেন আক্তার, ওয়ার্ড নম্বর-৪৬ এ বর্তমান কাউন্সিলর মো. শহিদ উল্লাহ, ওয়ার্ড নম্বর-৪৭ এ বর্তমান কাউন্সিলর নাসির আহম্মেদ ভূঁইয়া, ওয়ার্ড নম্বর-৪৮ এ বর্তমান কাউন্সিলর মো. আবুল কালাম, ওয়ার্ড নম্বর-৪৯ এ ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ওয়ার্ড নং-৫০ এ ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সদস্য মাসুম মোল্লা, ওয়ার্ড নম্বর-৫১ এ বর্তমান কাউন্সিলর কাজী হাবিবুর রহমান (হাবু), ওয়ার্ড নম্বর-৫২ এ বর্তমান কাউন্সিলর মোহাম্মদ নাছিম মিয়া, ওয়ার্ড নম্বর-৫৩ এ বর্তমান কাউন্সিলর মোহাম্মদ নূর হোসেন, ওয়ার্ড নম্বর-৫৪ এ বর্তমান কাউন্সিলর মো. মাসুদ, ওয়ার্ড নম্বর-৫৫ এ বর্তমান কাউন্সিলর মো. নুরে আলম, ওয়ার্ড নম্বর-৫৬ এ বর্তমান কাউন্সিলর মোহাম্মদ হোসেন, ওয়ার্ড নম্বর-৫৭ এ বর্তমান কাউন্সিলর মো. সাইদুল ইসলাম, ওয়ার্ড নম্বর-৫৮ এ বর্তমান কাউন্সিলর মো. শফিকুর রহমান, ওয়ার্ড নম্বর-৫৯ এ বর্তমান কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক, ওয়ার্ড নম্বর-৬০ দনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমান রতন, ওয়ার্ড নম্বর-৬১ এ দনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ (প্রস্তাবিত) যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহ আলম, ওয়ার্ড নম্বর-৬২ এ বর্তমান কাউন্সিলর মোহাম্মদ মোস্তাক আহমেদ, ওয়ার্ড নম্বর-৬৩ এ বর্তমান কাউন্সিলর মো. শফিকুল ইসলাম খান, ওয়ার্ড নম্বর-৬৪ এ মাতুয়াইল ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. মাসুদুর রহমান মোল্লা, ওয়ার্ড নম্বর-৬৫ এ বর্তমান কাউন্সিলর মো. সামসুদ্দিন ভূঁইয়া, ওয়ার্ড নম্বর-৬৬ এ ওয়ার্ড আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. হানিফ তালুকদার, ওয়ার্ড নম্বর-৬৭ এ সারুলিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. ফিরোজ আলম, ওয়ার্ড নম্বর-৬৮ এ বর্তমান কাউন্সিলর মাহমুদুল হাসান, ওয়ার্ড নম্বর-৬৯ এ বর্তমান কাউন্সিলর মো. হাবিবুর রহমান হাসু, ওয়ার্ড নম্বর-৭০ এ বর্তমান কাউন্সিলর মোহাম্মদ আতিকুর রহমান, ওয়ার্ড নম্বর-৭১ এ বর্তমান কাউন্সিলর মো. খাইরুজ্জামান, ওয়ার্ড নম্বর-৭২ এ বর্তমান কাউন্সিলর শফিকুল ইসলাম শামীম, ওয়ার্ড নম্বর-৭৩ এ বর্তমান কাউন্সিলর মো. শফিকুল ইসলাম, ওয়ার্ড নম্বর-৭৪ এ দক্ষিণগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফজর আলী এবং ওয়ার্ড নম্বর-৭৫ এ বর্তমান কাউন্সিলর সৈয়দ মো. তোফাজ্জল হোসেন। এদিকে সংরক্ষিত আসনের নারী প্রার্থীদের নাম রাতে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া সংস্থাটিতে দলীয় মেয়র প্রার্থী হিসেবে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *