স্পোটর্স রিপোর্টার : সিলেট থান্ডারের বিপক্ষে ৭ উইকেটের জয় পয়েছে রংপুর রেঞ্জার্স। দুর্দান্ত বোলিং করে ম্যাচ সেরা হয়েছেন মুস্তাফিজুর রহমান।
শনিবার হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে সিলেটকে ব্যাট করতে পাঠায় রংপুর।
নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে থান্ডাররা। রেঞ্জার্সদের হয়ে তিনটি উইকেট তুলে নেন মুস্তাফিজ। ৪ ওভারে মাত্র ১০ রান খরচ করে তিনটি উইকেট তুলে নেন বাম-হাতি এই পেসার।
সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর।
দলের অধিনায়ক শেন ওয়াটসন ১ রানে ফিরে যান। তিন নম্বরে ব্যাট করতে নেমে ক্যামেরন ডেলপোর্ট ২৮ বলে ৬৩ রান তুলেন। এছাড়া ৪ রান করে আউট হন লুইস গ্রেগরি।
শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন ৩৮ রান করা মোহাম্মদ নাঈম। অপরাজিত ছিলেন ১৮ রান করা মোহাম্মদ নবী।
সিলেটের হয়ে নাভিন উল হক দুটি ও একটি উইকেট তুলেছেন এবাদত হোসেন।