ডেস্ক রিপোর্ট : মার্কিন হামলায় ইরানের বিপ্লবী গার্ডসের কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাঝে উত্তেজনা বিরাজ করছে। ইরান ‘প্রতিশোধের’ কথা বললেও যুক্তরাষ্ট্র পাল্টা আক্রমণের কথা বলছে।
এমতাবস্থায় উপসাগরীয় অঞ্চলে দুটি যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে ব্রিটেন। শনিবার জাহাজ দুটি মোতায়েন করা হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ খবর প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট।
জাহাজ মোতায়েন সম্পর্কে ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেন, হরমুজ প্রণালিতে চলাচল করা সকল ব্রিটিশ পতাকাবাহী জাহাজকে রক্ষা করতে দুটি জাহাজ মোতায়েন করা হয়েছে। এছাড়া জাহাজে নৌবাহিনীর স্পেশাল টিম রয়েল নেভি থাকবে। পতাকাবাহী জাহাজগুলোকে নির্দেশনা দিবে ওই দুটি যুদ্ধ জাহাজ।
তিনি আরো জানান, ব্রিটিশ নাগরিক ও পতাকাবাহী জাহাজের সুরক্ষার জন্য ব্রিটেন সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে।