ঢাকা কলেজ ক্যাম্পাসে বানর !

শিক্ষাঙ্গন

ঘঘ


বিজ্ঞাপন

বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ। ১৮৪১ সালের ১৮ জুলাই উপমহাদেশের প্রথম আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয় ঢাকা কলেজ। নিজেকে জানো- এই নীতিবাক্য বিশ্বাসী।

কলেজের ভিতরে ঢুকলেই প্রকৃতির রুপ সৌন্দর্য মনকে করে তুলে প্রফুল্ল। নিস্তেজ মনকে করে তোলে সতেজ চাঙ্গা। ঢাকা কলেজ নামের মধ্যে যেমন ঐতিহ্য,তেমন রূপের দিক দিয়েও কোন অংশে কম নয়। প্রাকৃতিক সৌন্দর্য ঢাকা কলেজে দিন দিন বেড়েই চলছে। গাছপালা-ফলফুলের সাথে যুক্ত বন্য প্রানীও। প্রায় সময় ঢাকা কলেজের ছাত্রাবাসে বানরের আনাগোনা দেখা যায় এবং ছাত্ররা তা উপভোগ করে।
ছাত্ররা বানর গুলোকে দেখেতে পেয়ে বিস্মিত। অনেকেই মজা পেয়ে দোকান থেকে কলা রুটি এনে করেন বানর গুলোর মেহমানদারি।
ঢাকা কলেজের মাঠে ,গাছে, ছাত্রবাসের সাদে সর্বত্র দেখতে পাওয়া যায় বানরদল।
ঢাকা কলজ সংলগ্ন বিজিবি দেয়াল পেরিয়ে বানরদল আসে ঢাকা কলেজের মাঠে সবার ধারণা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *