নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের নির্বাচনী ক্যাম্পে হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
যুবলীগ নেতা মনিরুল ইসলাম হাওলাদার জানান, বেলা দেড়টার দিকে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেনের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, ৩৯নং ওয়ার্ডে টিকাটুলী সেন্ট্রাল উইমেন্স কলেজে শেখ ফজলে নুর তাপসের নির্বাচনী ক্যাম্পে প্রচারণার প্রস্তুতি চলছিলো। এ সময় ইশরাক হোসেনের নেতৃত্বে মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে যুবলীগের ২০-২৫জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন রমজান (সভাপতি ৩৯নং ওয়ার্ড যুবলীগ), হাসেম (সাবেক সাধারণ সম্পাদক ৩৯নং ওয়ার্ড যুবলীগ), রকি (যুবলীগ নেতা), রাসেল (যুবলীগ নেতা), সেলিম (কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক), রমজান (যুবলীগ নেতা), মশিউর (যুবলীগ নেতা), রাতুল (যুবলীগ নেতা) প্রমুখ।
হামলার ঘটনায় ওই এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলছে। মনিরুল ইসলাম জানান, যুবলীগের নাধারণ সম্পাদক আলহাজ আবদুলমাইনুল হোসেন খান নিখিল আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে গিয়েছেন।