ডেস্ক রিপোর্ট : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৬ মার্চ বাংলাদেশ সফরে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্র: হিন্দুস্তান টাইমস।
ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের উদ্ধৃত করে মোদির এই সম্ভাব্য বাংলাদেশ সফরের কথা জানিয়ে পত্রিকাটি বলেছে, এই অনষ্ঠিানের আগের দিনই ঢাকায় পৌঁছাবেন মোদি। বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীতে তিনি প্রধান বক্তা হবেন বলে আশা করা হচ্ছে।
এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সন্ত্রাসবাদ থেকে শুরু করে একাধিক বিষয়ে আলোচনা চালাবেন তিনি।
এমন এক সময়ে মোদির এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার কিছুদিন আগে বিতর্কিত নাগরিকত্ব আইন পাস করেছে ভারত। এই আইনে ২০১৫সালের আগে ভারতে বসবাসরত অমুসলিম অভিবাসীদের দেশটির নাগরিকত্ব দেয়া অঙ্গীকার করা হয়েছে। এ আইনকে কেন্দ্র করে দৃশ্যত দুই দেশের মধ্যকার সম্পর্কে অস্বস্তি তৈরি হয়।