রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গৃহকর্মীর আত্মহত্যার প্রস্ততি :  ফায়ার সার্ভিস কর্তৃক অক্ষত অবস্থায় উদ্ধার 

Uncategorized আইন ও আদালত ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

মোস্তাফিজুর রহমান :  রাজধানীল বসুন্ধরা আবাসিক এলাকায় আত্মহত্যার প্রস্তুতিকালে ফায়ারসার্ভিসের তৎপরতায় তাৎক্ষণিক উদ্ধার করতে সক্ষম হয়েছেন ফায়ারসর্ভিসের কর্মীরা। গতকাল বুধবার সকাল অনুমান দশটার সময় আইরিন (১৪) নামের এক গৃহকর্মী আত্মহত্যার উদ্দেশ্যে আটতলা ভবনের কার্নিশে উঠে আত্মহত্যার প্রস্তুতি নেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে আধাঘন্টার ভেতরে উদ্ধার করে ভাটারা থানায় হস্তান্তর করেন।


বিজ্ঞাপন

জানা গেছে আইরিন আক্তার কয়েকমাস আগে ১৪৩ নম্বর বøক বি রোড নং ৫ বসুন্ধরা আবাসিক এলাকায় ৮ম তলা ভবনের ৫ম তলায় পারভিন আক্তারের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন।


বিজ্ঞাপন

গতকাল সকাল দশটার দিকে ৭ম তলার আবাসিক ফ্লাটের কার্নিশে বসে আত্মহত্যার প্রস্তুতি নেয়। ফায়ার সর্ভিসের কর্মীরা খবর পেয়ে দ্রত ঘটনা¯স্থলে হাজির হয়ে দুঃসাহসিক অভিযান চালিয়ে মেয়েটি উদ্ধার করেন। উদ্ধারের পর ভিকটিম আইরিনকে ভাটারা থানায় হস্তান্তর করেন। ভাটারা থানার এস আই এম এ জাহিদ ভিকটিমকে পরিবারের কাছে হস্তান্তর করেন।

ঘটনার রহস্য  উৎঘাটন করতে তদন্ত অব্যহত রেখেছেন। এ বিষয় ভাড়াটিয়া গৃহকর্তা পারভিন আক্তারের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হযনি।
উায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা জোন –- ৩ এর উপসহকারি পরিচারক মোঃ সফিকুল ইসলাম সকালের সময়কে জানান, উক্ত ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা অত্যান্ত ঝুঁিকি নিয়ে অক্ষত অব¯’ায় আধাঘন্টার ভেতরে উদ্ধার করতে পারায় স্থানীয়রা ও ভিকটিমের পরিবার সন্তোষ প্রকাশ করেছেন। ফায়ার ষার্ভিসের বিচক্ষণাতায় দায়িত্বশীল আচরণ অব্যহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *