কাগজপত্রে রাজনীতিকদের চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে: তথ্যমন্ত্রী

এইমাত্র জাতীয় রাজধানী রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিরাজনীতিকরণের অংশ হিসাবে সেদিন এক-এগারোর সৃষ্টি করা হয়েছে। আজকেও সেই প্রচেষ্টা সূক্ষ্মভাবে আছে। কিছু কাগজপত্র (পত্রিকা) দেখলে আপনারা দেখতে পাবেন- সেখানে প্রায়শই রাজনীতিকদের চরিত্র হনন করার চেষ্টা করা হচ্ছে। এই চক্রান্তে যারা লিপ্ত ছিল, তারা আজও সক্রিয়।
বুধবার জাতীয় প্রেসক্লাবে ডা. সৈয়দ মোদাচ্ছের আলীর লেখা ‘আমার দেখা ওয়ান ইলেভেন’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তথ্যমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বের গুণাবলী ও তার দূরদর্শিতার কাছে বিরোধী রাজনৈতিক পক্ষ চরমভাবে পরাজিত। আজ তারা রাজনৈতিকভাবে পরাজিত হয়ে ভিন্ন কৌশলে আবারও ওয়ান ইলেভেনের চক্রান্ত করছে। সে কারণে বিএনপি তাদের সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্রে লিপ্ত।
তথ্যমন্ত্রী বলেন, ওয়ান ইলেভেনের সময় রাজনীতিকদের জনসমক্ষে হেয় প্রতিপন্ন করা হয়েছে। তখন বাবার অপরাধে মেয়েকেও গ্রেফতার করা হয়েছে।
সাহস ছাড়া বেশিদূর আগানো যায় না মন্তব্য করেন তথ্যমন্ত্রী বলেন, রাজনীতিতে সাহসী হতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাব সভাপতি ও দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম প্রমুখ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *