নিজস্ব প্রতিবেদক : সুপ্রীম কোর্টের আদেশে চাকুরী ফিরে পাওয়া ৩৭১ জন কর্মচারীর মধ্যে অবশিষ্ট ৭১ জন কর্মচারীকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নিয়মিত করণের সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জানা গেছে বোর্ড সভায় সভাপতিত্ব করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান মো. সাঈদ নূর আলম। এ সময় রাজউক শ্রমিক কর্মচারী লীগের সভাপতির পক্ষে দাবীগুলো তুলে ধরেন রাজউক শ্রমিক কর্মচারী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম। এ সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে অবহিত করে দৈনিক সকালের সময়কে রাজউক শ্রমিক কর্মচারী লীগের সভাপতি আবুল বাশার শরীফ বলেন এই সর্ব প্রথম কোন বোর্ড সভার আলোচনা রেজুলেশন আকারে লিপিবদ্ধ করা হয়েছে। রাজউক শ্রমিক কর্মচারী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম দৈনিক সকালের সময়কে বলেন এখন থেকে ওয়ার্কচাজর্ড কর্মকর্তা কর্মচারী যে তারিখে রাজউকে নিয়মিত হবেন সেই দিন থেকে জেষ্ঠতা নির্ধারণ করা হবে এবং ঐ তারিখ থেকে ৮, ১২, ১৫ বছর টাইম স্কেলের সুবিধাদি পাবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। যা আগামী এক মাসের মধ্যে সম্পন্ন হবে।