করোনায় মৃতের সংখ্যা ২৭৬৩

আন্তর্জাতিক স্বাস্থ্য

ডেস্ক রিপোর্ট : প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) এখন পর্যন্ত ২৭৬৩ জনের মৃত্যু হয়েছে। এতে আক্রান্ত হয়েছে ৮০ হাজার নয়শ ৬৭ জন। এখন পর্যন্ত এ ভাইরাসের বিস্তার ৪৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এ ভাইরাসে সুস্থ হয়েছে ২৭ হাজার চারশ ৭৬ জন। চীনে নতুনভাবে আরও ৬৫০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।


বিজ্ঞাপন

মঙ্গলবার চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গেছে অন্তত ৫২ জনের। বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

বুধবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, নতুন আক্রান্তদের মধ্যে ভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থল হুবেই প্রদেশেই রয়েছেন ৪০১ জন। নতুন মৃত্যুর ঘটনাও সবগুলোই এ প্রদেশে।

চীনে এ পর্যন্ত করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৭১৫ জন, আক্রান্ত হযেছেন ৭৮ হাজার ৬৪ জন। দেশটির মূল ভূখণ্ডের বাইরে মারা গেছেন আরও ৪৮ জন।

চীনের বাইরে করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এ পর্যন্ত ১ হাজার ১৪৬ জনের শরীরে এনসিওভি-১৯ শনাক্ত হয়েছে। এরমধ্যে মারা গেছেন অন্তত ১১ জন।

ইরানেও আতঙ্ক সৃষ্টি করেছে করোনাভাইরাস। দেশটিতে অন্তত ৯৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন অন্তত ১৬ জন। তবে, সরকারি এই হিসাবের সঙ্গে একমত নয় পশ্চিমা গণমাধ্যমগুলো। তাদের দাবি মধ্যপ্রাচ্যের দেশটিতে করোনাভাইরাসে অর্ধশতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া, জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টাইনে রাখা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের ৬৯১ যাত্রীর শরীরে প্রাণঘাতী নতুন ভাইরাস ধরা পড়েছে। ইতোমধ্যে জাহাজটির অন্তত চার যাত্রী মারা গেছেন।

এছাড়া করোনা ভাইরাসে জাপানের বিভিন্ন এলাকায় পাঁচ, ইতালিতে ১১, হংকংয়ে দুই, তাইওয়ানে এক, ফ্রান্সে এক ও ফিলিপাইনে একজনের মৃত্যু হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *