নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যা মামলার অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে জমা দিয়েছে র্যাব। প্রতিবেদনে বলা হয়েছে, এ হত্যাকাণ্ডে দুইজন অপরিচিত পুরুষ জড়িত ছিলেন। সাগর-রুনির ব্যবহৃত কাপড়ের সঙ্গে তাদের ডিএনএ’র মিল পাওয়া গেছে।
সোমবার (০২ মার্চ) বিকেলে সাগর-রুনির হত্যা মামলার অগ্রগতির এ প্রতিবেদন হাইকোর্টে জমা দেয়া হয়।
এর আগে, ৭১ বারের মতো পেছায় সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল। আগামী ২৩ মার্চ পুনরায় দিন ধার্য করেছেন আদালত। সোমবার (১০ ফেব্রুয়ারি) আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন জন্য ধার্য ছিল। কিন্তু এদিনও তদন্ত সংস্থা র্যাব প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হয়। আদালতে আবারো সময় আবেদন করে সংস্থাটি। পরে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ মাচ দিন ধার্য করেন।
ফলে মামলার পর গেল ৮ বছরে ৭১ বারের মতো পেছায় আলোচিত হত্যা মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল। এ মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আটজন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীতে নিজ বাসা নিনির্মমভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর-রুনি। এ ঘটনায় শেরে বাংলা থানায় মামলা দায়ের করা হয়।