নিজস্ব প্রতিনিধি (রংপুর) : আজ মঙ্গলবার ৫ নভেম্বর কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের উদ্দ্যোগে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত সার্ভিল্যান্স অভিযানটি প্রকৌঃ মুবিন-উল-ইসলাম, উপপরিচালক (পদার্থ) ও অফিস প্রধান এর নেতৃত্বে পরিচালিত করা হয়।
উক্ত সার্ভিল্যান্স অভিযানে আরও ছিলেন প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিএম) এবং খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম)।
সার্ভিল্যান্স অভিযানে যে সকল প্রতিষ্ঠান এর বিরুদ্ধে নিয়মিত মামলা প্রদানের জন্য আলামত জব্দ করা হয়েছে তার বর্ননা করা হলো, মেসার্স এরশাদুল ট্রেডার্স, ভেলাকোপা, মাঠেরপাড়, সদর, কুড়িগ্রাম- প্রতিষ্ঠানটি অবৈধভাবে বিএসটিআই’র বাধ্যতামূলক পণ্য ফর্টিফাইড সয়াবিন তৈল অবৈধ মান চিহ্ন ব্যবহার করে পপুলার ব্র্যান্ডে ঘোষিত ১ লিটারের স্থানে ৭৩০ মিঃলিঃ প্রদান করে কোন প্রকার ভিটামিন সংযোজন না করে উৎপাদন, সংরক্ষণ, বিক্রয়-বিতরণ করায়।
এছাড়া প্রতিষ্ঠানটি বিএসটিআই হতে লাইসেন্স গ্রহণ না করে চাটনী পণ্যটিও উৎপাদন, সংরক্ষণ, বিক্রয়-বিতরণ করতে দেখা যায়। প্রতিষ্ঠানটির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রদানের জন্য আলামত জব্দ করা হয়েছে।
মেসার্স আতিফা ফুড প্রোডাক্টস, পূর্ব কল্যাণ, বেলগাছা, বিসিক শি/ন, সদর, কুড়িগ্রাম- সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত আইসললি, ফার্মেন্টেড মিল্ক, চিপস ও অন্যান্য পণ্য উৎপাদন এবং স্বনামধন্য প্রতিষ্ঠানের মোড়ক নকল করে বাজারজাত করায় প্রতিষ্ঠানটির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রদানের জন্য আলামত জব্দ করা হয়েছে।
সার্ভিল্যান্স অভিযানে যে সকল প্রতিষ্ঠানকে দ্রæত সিএম লাইসেন্স গ্রহণ/নবায়ন এবং গুণগত মানের পণ্য উৎপাদনের পরামর্শ প্রদান করা হয়েছে সে সকল প্রতিষ্ঠান সমুহ যথাক্রমে, বোম্বে টেস্টি বেকারী, পুরাতন পশু হাসপাতাল, সদর, কুড়িগ্রাম- প্রতিষ্ঠানটির পরিদর্শন করা হয়। সুফিয়া অটো ফ্লাওয়ার মিল, ভেলাকোপা, মাঠেরপাড়, সদর, কুড়িগ্রাম- বিল পরিশোধের তাগাদা প্রদান করা হয়। মেসার্স বিশ্বাস কসমেটিকস কোং, নয়াগ্রাম, সদর, কুড়িগ্রাম- কারখানা পরিদর্শন করে সংস্কারের পরামর্শ প্রদান করা হয়। চামেলি ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি, গুয়াতিপাড়া, সদর, কুড়িগ্রাম- প্রতিষ্ঠানটির পরিদর্শন করা হয়। রাব্বি আইসক্রিম, পুরাতন পশু হাসপাতাল রোড, কুড়িগ্রা- প্রতিষ্ঠানটির পরিদর্শন করা হয়।
মেসার্স রজনীগন্ধা বেকারী এন্ড কনফেকশনারি, মোগলবাসা রোড, সরদারপাড়া, সদর, কুড়িগ্রাম- প্রতিষ্ঠানটির পরিদর্শন করা হয়।
ফ্রেন্ডস হেলথ কেয়ার, সরদারপাড়া, পাঠানপাড়া রোড, আমবাড়িঘাট, সদর, কুড়িগ্রাম- গুনগত মান সম্পন্ন স্যানিটারি ন্যাপকিন উৎপাদনের পরামর্শ প্রদান করা হয়। টেস্টি স্ন্যাকস এন্ড বেকারী, কলেজ রোড, সদর, কুড়িগ্রাম- দই, মিষ্টি ও ঘি পণ্যের সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ প্রদান করা হয়। টেস্টি বেকারী, ঘোষপাড়া, সদর, কুড়িগ্রাম- কেক পণ্যের সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ প্রদান করা হয়। আরএস হেলথ কেয়ার, রৌমারিপাড়া, সদর, কুড়িগ্রাম- স্যানিটারি ন্যাপকিন পণ্যের সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ প্রদান করা হয়। কল্যাণী নারী সমবায় সমিতি লিঃ, ত্রিমোহনী, সদর, কুড়িগ্রাম- স্যানিটারি ন্যাপকিন পণ্যের সিএম লাইসেন্স নবায়নের পরামর্শ প্রদান করা হয়। মঞ্জু বেকারি, ত্রিমোহনী, সদর, কুড়িগ্রাম- বেকারি বন্ধ পাওয়া যায়। মেসার্স রূপসী বাংলা, স্টেডিয়াম মার্কেট, সদর, কুড়িগ্রাম- দই ও মিষ্টি পণ্যের সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।
এবং মেসার্স জিএম ব্রিকস (এগই২), বেলগাছা, সদর, কুড়িগ্রাম- গুনগত মান সম্পন্ন ইট উৎপাদনের পরামর্শ প্রদান করা হয়।
এ বিষয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিস প্রধান উপপরিচালক (পদার্থ) মুবিন -উল-ইসলাম আজকের দেশ ডটকম কে জানান, জাতীয় ও জনস্বার্থে বিএসটিআই এর রংপুর বিভাগীয় কার্যালয়ের এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।