গোপালগঞ্জে শিক্ষার বর্তমান ও  ভবিষ্যৎ নিয়ে  শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত 

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  : গোপালগঞ্জে শিক্ষার বর্তমান ও  ভবিষ্যৎ নিয়ে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির শেখ ফজলুল হক মণি স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসন এ সম্মেলনের আয়োজন করে।


বিজ্ঞাপন

উক্ত শিক্ষা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন  গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।


বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য  অধ্যাপক ড. মো. সোহেল হাসান, গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ওহিদ আলম লস্কার ও অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাহবুবুল আলম।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে শেখ হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহানাজ রেজা এ্যানী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. অনিসুর রহমান,  গোপালগঞ্জ সালেহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু সাইদ মো. আব্দুল্লাহ, সদর উপজেলার মানিকহার হাজী খোরশেদ সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহম্মেদ মোল্লা সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এ সম্মেলনে জেলা সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠান প্রধান, প্রশাসনের পদস্থ কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের নির্বাহী প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
বক্তারা স্কুল, কলেজ, মাদ্রসা ও বিশ্ববিদ্যালয়ে সুশিক্ষা প্রসারে কার্যকরী পদক্ষেপ গ্রহনের ওপর গুরুত্বারোপ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *