বৈষম্যবিরোধী আন্দোলনে আহত রাতুলকে আর্থিক সহায়তা দিলো বিজিবি

Uncategorized জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  : জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা রাইসুর রহমান রাতুল নামের একজন তার চিকিৎসার ব্যয় নির্বাহ ও পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনার লক্ষ্যে উত্তরা ০৭নং সেক্টরের ২৮ নম্বর রোডে একটি ফুড কোর্ট এর দোকান দেয়ার ইচ্ছা পোষণ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। ফেসবুক পোস্টটি বিজিবি কর্তৃপক্ষের নজরে আসলে আহত রাইসুর রহমান রাতুল ও তার অভিভাবককে পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরে আমন্ত্রণ জানানো হয়।


বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় আজ সকালে বিজিবি সদর দপ্তরে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মোঃ ইয়াসির জাহান হোসেন আহত রাতুল ও তার অভিভাবকের হাতে ১,০০,০০০ (এক লাখ) টাকার একটি চেক হস্তান্তর করেন।


বিজ্ঞাপন

উল্লেখ্য, বিজিবি বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার দাবির সাথে একাত্মতা পোষণ করে ছাত্র-জনতার পাশে থেকে সহযোগিতা প্রদান করেছে।

বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র নিজস্ব উদ্যোগে এবং আন্তরিক প্রচেষ্টায় আন্দোলনে আহত ৪২ জন ছাত্র-জনতাকে বর্ডার গার্ড হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে। গত ০৮ ডিসেম্বর ২০২৪ তারিখে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বিজিবি সদর দপ্তরে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ০৭ জন অসহায় ছাত্র-জনতাকে বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদান করেন।

এসময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বিজিবির পক্ষ থেকে সারাদেশে ১০০ জন আহত ছাত্র-জনতাকে পুনর্বাসনের প্রতিশ্রুতি প্রদান করেন। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার ২ ডিসেম্বর,  বিজিবি সদর দপ্তরে আহত রাতুলকে আর্থিক সহায়তা প্রদান করলো বিজিবি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *