কাজি সোহান (বরিশাল) : বরিশালের চালের আড়তে অভিযান চালিয়েছে নগরীর চালপট্টি আড়তে অভিযান চালানো হয়। অভিযানে কাউকে জরিমানা না করা হলেও ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়।
বরিশালের বাজারে ২৫ কেজির মিনিকেট চাল বস্তা ৯৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮৪০-১৭০০টাকায়, বুলেট চাল বস্তায় ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২৬০-১৪০০ টাকায়, এ ছাড়া আটাশ বালাম ১৪৪০ টাকায় বিক্রি হচ্ছে।
বরিশাল ভোক্তা অধিকার বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী বলেন, জানিয়েছে বজারে চালের দাম বৃদ্ধির খবরে অভিযান পরিচালনা করা হয়েছে। ব্যবসায়ীদের মধ্যে কিছু কিছু ত্রুটি ধরা পড়েছে।
যেমন বিক্রির জন্য প্রদর্শিত মূল্য তালিকার সঙ্গে ভাউচারের মিল নেই। প্রাথমিকভাবে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। এসব ব্যবসায়ীদের নিয়ে বৃহস্পতিবার সভা করা হবে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে