গণপূর্ত বিভাগ টাঙ্গাইলের সাবেক উপ-সহকারী প্রকৌশলী  ও তার স্ত্রীর স্থাবর সম্পদ জব্দের আদেশ 

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন

নিজস্ব প্রতিনিধি (টাঙ্গাইল) : গণপূর্ত বিভাগ টাঙ্গাইলের সাবেক উপ-সহকারী প্রকৌশলী মো. আলমগীর হোসেন ও তার স্ত্রী তাহমিনা তামান্না রুমার নামে থাকা স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৬ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। এসব সম্পদের মূল্য ৩ কোটি ৩৪ লাখ টাকা দেখানো হয়েছে।


বিজ্ঞাপন

এদিন দুদকের উপপরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) মাহবুবুল আলম তাদের স্থাবর সম্পদ জব্দ চেয়ে আবেদন করেন।


বিজ্ঞাপন

আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ঘুষ গ্রহণ, জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জন ও বিভিন্ন প্রকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চলছে। বিশ্বস্থসূত্রে জানা গেছে, তারা সম্পদ অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।

অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের স্থাবর সম্পদ জব্দ করা আবশ্যক। পরে দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *