নাজমুল হাসান : তিতাস গ্যাস ট্রান্সমিশনএন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহনেওয়াজ পারভেজ এর সুদূরপ্রসারী পরিকল্পনায় একের পর এক অবৈধ সংযোগের বিরুদ্ধে বিচ্ছিন্ন অভিযান পরিচালনার কারণে লোকসানের হাত থেকে রক্ষা পাচ্ছে গ্যাস বিতরণকারী এই কোম্পানিটি।
গ্যাস আইন ২০১০ অনুযায়ী তিতাসের মেঢাবিবি-৪ (সাবেক মেঢাবিবি-৬) এ তিতাস গ্যাস টি এন্ড ডি পিএলসি এর আওতাধীন মিরপুর জোনে সাতটি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস লাইনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধ লাইনসমূহ কিলিং করা হয়। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৬৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।বৃহস্পতিবার১৬ জানুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের মেঢাবিবি-৪ এর উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মাকসুদুর রহমান, উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোঃ নাসিমুল ইসলাম, মিরপুর জোনের ব্যবস্থাপক,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এসময় ইর্স্টার্ন হাউজিং এলাকার কে-ব্লকের এন/২ নং রোডের আলহামদুলিল্লাহ ওয়াশিং কারখানার এক টন ক্ষমতা সম্পন্ন একটি ৩০০০ সিএফটি ক্ষমতা সম্পন্ন বয়লার, ৩০০ সিএফটি গ্যাস চালিত ৫টি ড্রায়ার সহ মোট ৪৫০০ সিএফটি অবৈধ সংযোগ নিয়ে ব্যবহারের কারণে বিচ্ছিন্ন করা হয়। ১২ নং সেকশন ইস্টার্ন হাউজিংয়ের ২ নং রোডের কে ব্লকে ৬৪ নং প্লটের এস.বি ফ্যাশান এন্ড ডিজাইন নামে একটি প্রতিষ্ঠানে ১টন ক্ষমতা সম্পন্ন বয়লার,৩০০ সিএফটি ছয়টি ড্রায়ার,মোট ৪৮০০ সিএফটি অবৈধ গ্যাস সংযোগ থাকায় বিছিন্ন করা হয়। আলিম মাদবর রোড,গরান চটবাড়ি এলাকার কে.এম ওয়াশিং প্লান্টে ১ টন ক্ষমতা সম্পন্ন বয়লার,৩০০ ঘনফুটের ছয়টি ড্রায়ারসহ মোট ৪৮০০ ঘনফুট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আলিম মাদবর রোড, গরান চটবাড়ি, ইস্টার্ন হাউজিং, রূপনগরে স্বপ্ন ওয়াশিং এন্ড ডাইয়িং এর ৫০০ কেজি ক্ষমতা সম্পন্ন একটি বয়লার, ৩০০ সিএফটি ৫টি ড্রায়ার দিয়ে ব্যবহৃত৩০০০ সিএফটি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই এলাকার ২ নং প্লটের জে. এস. লন্ড্রি ফ্যাশন ৫০০ কেজি ক্ষমতা সম্পন্ন বয়লার, ৩০০ সিএফটি চারটি ড্রায়ার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
রূপনগর ইষ্টার্ন হাউজিংয়ের ২৯ নং প্লটের ভাই ভাই ইন্টারন্যাশনাল নামে একটি কারখানায় ১ টন ক্ষমতা সম্পন্ন বয়লার, ৩০০ সিএফটি তিনটি ড্রায়ার ৩৯০০ সিএফটি অবৈধ গ্যাস সংযোগের কারণে বিচ্ছিন্ন করা হয়।
এছাড়াও আবাসিক ১২ টি ডাবল চুলার একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিচ্ছিন্নকৃত অবৈধ সংযোগ গুলোর গ্যাস ব্যবহারের পরিমাণ ছিল ঘন্টা প্রতি ২৩৯৫২ সিএফটি। এছাড়াও জামাল উদ্দিন নামে আবাসিক গ্রাহকের কাছ থেকে ৭৫২০০ টাকা বকেয়া আদায় করা হয়।
এ সময় পঞ্চাশ ফুট ৩/৪”এম.এস পাইপ,৬০ ফুট ৩/৪”জি.আই পাইপ, ৩৫ ফুট ১ ইঞ্চি এম এস পাইপ, একটি বুস্টার, একটি বুস্টার বক্স, ৩টি রেগুলেট সেট, ৪টি এক ইঞ্চি ভাল্ব জব্দ করা হয়। তিতাস গ্যাসের এই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিতাস গ্যাস কর্তৃপক্ষ।