সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরাায় ভারসম্যহীন মোঃ আবু বক্কারকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পিটিআই, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, ভিকটিম মোঃ আবু বক্কর (২৬), পিতা-মৃত তারা মিয়া, মাতা-মঞ্জিলা বেগম, সাং-ইসলামপুর বালসাবাড়ী, ইউনিয়ন- দূর্গানগর, থানা-উল্লাপাড়া, জেলা- সিরাজগঞ্জকে উদ্ধার পূর্বক পরিবারের নিকট হস্তান্তর পরিবারের সদস্যদের মনে আনন্দ ও স্বস্তি।
পিবিআই সাতক্ষীরা জেলা ইউনিট ইনচার্জ মহোদয় পিবিআই সাতক্ষীরা জেলা অফিসের ফেচবুক পেইজের মাধ্যমে দেখতে ও জানতে পারেন যে অজ্ঞতনামা ভারসম্যহীন ব্যাক্তিকে স্থানীয় শিশুরা উক্তাক্ত করতেছে এবং এলাকা থেকে তাড়ানোর চেষ্টা করতেছে।
উক্ত বিষয়টি তাৎক্ষনি অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ক্রাইমসিন টিম ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) কাজী রেজাউল করিম, এসআই (নিরস্ত্র) মোঃ ইব্রাহিম হোসাইন, এএসআই (নিরস্ত্র) মোঃ রিপন মিয়াসহ অভিযানিক টিম গত ১৬/০১/২০২৫ তারিখে সাতক্ষীরা জেলার বৈকারী ইউনিয়নের শিকড়ী প্রাইমারী স্কুলের সামনে থেকে ভারসম্যহীনভাবে দেখতে পেয়ে অক্লান্ত পরিশ্রম ও তথ্য প্রযুক্তির সহায়তায় ভারসম্যহীন মোঃ আবু বক্করকে (২৬)কে উদ্ধার পূর্বক সনাক্ত করা হয়।
পরবর্তীতে মোবাইল ফোনের মাধ্যমে সিরাজগঞ্জ জেলায় উল্লাপাড়া থানায় তার পরিবারকে সংবাদ দিলে ভিকটিমের পক্ষ থেকে তার আপন ভাই মজনু মিয়াসহ তিন ভাই এসে ভাই আবু বক্করকে দীর্ঘ ০১ বছর ০৮ মাস পর ভারসম্যহীন অবস্থায় দেখতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন।
ভিকটিমের ভাইয়ের নিকট থেকে জানা যায় ভিকটিম আবু বক্কর গাজীপুর কোনাবাড়ী এলাকায় গার্মেন্টেসের সুপার ভাইজার হিসাবে চাকরীরত অবস্থায় ভারসম্যহীন হয়ে গত ১৪/০৫/২০২৩ তারিখ রাত ৯. টার সময়ে গাজীপুর মেট্রোপলিটনের কোনবাড়ী থানাধীন ওয়ার্ড নং-০৮, দেওয়ালিয়াবাড়ী এলাকা থেকে নিখোঁজ হয়। উক্ত নিখোঁজ সংক্রান্তে ভিকটিমের মাতা মঞ্জিলা খাতুন কোনাবাড়ী থানায় একটি নিখোঁজ জিডি করেন যার নং-৮৭৫, তাং-১৬/০৮/২০২৩ খ্রিঃ, ট্রাকিং নং-OCIXCU। ভিকটিমের ভাই মজনুর আবেদনে প্রেক্ষিতে পিবিআই সাতক্ষীরা জেলার পক্ষ থেকে ভিকটিমকে হস্তান্তর করা হয়েছে।