অক্সফোর্ডের অনারারি ফেলো হলেন প্রধান বিচারপতি।

Uncategorized আইন ও আদালত জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ।


বিজ্ঞাপন

 

নিজস্ব প্রতিবেদক  :  আইন, ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা ফেলোশীপ পেয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ।


বিজ্ঞাপন

আজ (২৬ মার্চ) University of Oxford এর Wadham College বাংলাদেশের প্রধান বিচারপতকে সম্মাননা ফেলোশীপ (Honorary Fellowship for life) প্রদান করে এক চিঠিতে প্রেরণ করেছে।


বিজ্ঞাপন

এদিকে বাংলাদেশ সুপ্রীম কোর্ট তার এই বিরল অর্জনে অত্যন্ত গর্বিত বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ সুপ্রীম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতির মর্যাদাপূর্ণ সম্মাননা বাংলাদেশের সুপ্রীম কোর্ট এবং বাংলাদেশের বিচার বিভাগের জন্য এক বিরল এবং গৌরবময় মুহূর্ত।

এই বিরল আন্তর্জাতিক স্বীকৃতি কেবল মাননীয় প্রধান বিচারপতির ব্যক্তিগত সাফল্যের স্মারক নয়; বরং এটি বাংলাদেশের বিচার বিভাগের প্রতি বৈশ্বিক পর্যায়ে যে সম্মান ও মর্যাদা প্রদর্শিত হচ্ছে তারও প্রতিফলন ও পরিচায়ক। নিঃসন্দেহে এই সম্মান বাংলাদেশের বিচার বিভাগের উৎকৃষ্টতা, বুদ্ধিবৃত্তিক দৃঢ়তা এবং ন্যায়বিচারের প্রতি আন্তর্জাতিক অঙ্গনের স্বীকৃতির একটি নিদর্শন।

বাংলাদেশ সুপ্রীম কোর্টের  প্রধান বিচারপতির এই অনন্য স্বীকৃতির জন্য তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর নিরলস অবদানের জন্য গর্ব অনুভব করছে।

উল্লেখ্য, যুক্তরাজ্যের এ বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ের ওয়াডাম কলেজ থেকেই এক সময় প্রথম শ্রেণিতে আইন শাস্ত্রের ডিগ্রি পেয়েছিলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *