পাবনায় কুরআন পুড়ানো এবং মিঃ হাবিব এর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ নুরুন্নবী (পাবনা) :  পাবনা জেলার আটঘরিয়া উপজেলায় মসজিদে নামাজরত মুসল্লীদের উপর গুলি ও ককটেল নিক্ষেপ ও জামায়াত অফিসে আগুন লাগিয়ে পবিত্র কুরআন পুড়ানো এবং আটঘরিয়া উপজেলার কোন মসজিদে জামায়াতের কোন ইমাম নামাজ পড়াতে ও জামায়াতের কোন মুয়াজ্জিন আজান দিতে পারবে না মর্মে বিএনপির পাবনা জেলার আহবায়ক হাবিবুর রহমান হাবিব যে বক্তব্য দিয়েছেন তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ মসজিদ মিশন পাবনা জেলা শাখার সভাপতি হাফেজ মুফতি মাওলানা সফিউল্লাহ ও সেক্রেটারি হাফেজ আহমাদুল্লাহ ।


বিজ্ঞাপন

প্রতিবাদ লিপিতে তারা বলেন, গত ১৫ মে আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজার জামে মসজিদে আসরের নামাজ চলাকালীন সময়ে বিএনপি নেতা আলম ও আসিম উদ্দিন এর নেতৃত্বে একদল সন্ত্রাসী মসজিদের বাহিরে গুলি ও ককটেল নিক্ষেপ করতে থাকেন। এ সময় মুসল্লিগন নামাজ শেষ করে দিক বিদিক ছুটাছুটি করতে থাকেন । এক পর্যায়ে মুসল্লীদের প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। নামাজের সময়ে গুলি ও ককটেল নিক্ষেপ একটি নজীর বিহীন ঘটনা । আমরা এহেন সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।


বিজ্ঞাপন

আবার ঐ দিন সন্ধায় একটি ইসলামি সংগঠনের অফিসে আগুন লাগিয়ে অফিসের আসবাবপত্র এবং পবিত্র কুরআন পুড়ানো হয় যা মিডিয়ার মাধ্যমে আমাদের দৃষ্টি গোচরে আসে। আটঘরিয়ার পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিভানো হয়। অথচ জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব সাংবাদিকদের বলেন অফিসে আগুন দেয়া হয়নি আর কুরআন পুড়ানো হয়নি । যারা পবিত্র কুরআনে আগুন দিয়েছে তাদের এমন ধৃষ্টতাপুর্ণ কর্মকাণ্ডের এবং হাবিবুর রহমান হাবিবের মিথ্যাচারের প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।


বিজ্ঞাপন

মিঃ হাবিবুর রহমান হাবিব আরো বলেছেন আটঘরিয়ার কোন মসজিদে জামায়াতের কোন ইমাম নামাজ পড়াতে পারবে না ও জামায়াতের কোন মুয়াজ্জিন আজান দিতে পারবেনা। মিঃ হাবিব সাহেবের এমন কথা বলার কোন নৈতিক অধিকার নেই। আটঘরিয়ার সকল মসজিদ কি হাবিবের বাপের তৈরি? ইমাম মুয়াজ্জিনের বেতন কি হাবিব দিয়ে থাকেন? মিঃ হাবিব কি আটঘরিয়ার কোন ওয়ার্ডের মেম্বার? কোন ইউনিয়নের চেয়ারম্যান? উপজেলা চেয়ারম্যান? উপজেলা প্রশাসনের কোন কর্তা কিংবা রাষ্ট্রের কোন দায়িত্বশীল? তিনি কি একজন বড় আলেম বা মুফতি? মিঃ হাবিব সাহেবের এমন ধৃষ্টতাপুর্ন বক্তব্য আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন সহ দেশের সকল জনগন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আমরাও হবিব সাহেবের বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং তার বক্তব্য প্রত্যাহার করার আহবান জানাচ্ছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *