রাজধানীর বাসবো কালীবাড়িতে  অনুমোদিত নকশা ছাড়া ভবন নির্মাণ :  মালিক রতন পালের বিরুদ্ধে রাজউক এ লিখিত অভিযোগ

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রাজারবাগ চৌরাস্তা সড়কে বাসাবো কালিবাড়ী এলাকায় নকশা ছাড়া ভবন নির্মাণ করায় রাজউক এ লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভবন মালিক রতন পালের বিরুদ্ধে । গত ২৬ মে রাজউক চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ জমা দিয়েছেন বাসাবো স্থানীয় রিপন শেখ নামের এক যুবক।


বিজ্ঞাপন

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে বাসাবো কালিবাড়ী এলাকায় ৩৫/এ হোল্ডিং এর মালিক রতন পাল। একই হোল্ডিংয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদিত নকশা ছাড়াই দুটি ভবন নির্মাণ চালিয়ে আসছে। আড়াই কাঠা জমির উপর একটি ছয়তলা ভবন ও ১২ ছটাক মানে পৌনে এক কাঠা জমির উপর মোট দুইটি ভবন নির্মাণ চলমান আছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক এর ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করে ভবন নির্মাণ করছেন রতন পাল। ৪০ ভাগ জমি ছেড়ে ভবন নির্মাণের নিয়ম থাকলেও তা মানা হয়নি। স্থানীয়দের বাধা উপেক্ষা করে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন ভবন মালিক রতন পাল। স্থানীয় একাধিক ব্যক্তি বাধা প্রধান করলে হুমকি প্রদানের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।


বিজ্ঞাপন

১৯৫২ সালের ইমারত নির্মাণ আইনের ৩ ধারার বিধান মতে নির্মাণ কাজে রাজউক এর অনুমোদিত নকশা থাকা প্রয়োজন এবং এ আইনের ১০ ধারা অনুযায়ী পরিদর্শনকালে অথরাইজড অফিসার বা ক্ষমতা প্রাপ্ত ব্যক্তিদের এক ফর্দ নকশা সংশ্লিষ্ট সাইটে সংরক্ষণ করার বিধান থাকলেও গণমাধ্যমের নজরে আসেনি। নির্মাণাধীন ভবনে মালিকের নিয়োগকৃত পরিদর্শক বিপ্লবের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ৩৫/এ বাড়িটি পরিদর্শনের জন্য আমাকে ভবন মালিক নিয়োগ প্রদান করেন। আমাকে নিয়োগের আগে গত বছর একটি বাড়ির নির্মাণ কাজ শেষ করে তার শ্যালক সুজিত পাল বসবাস করছেন।অন্য নির্মাণাধীন বাড়ির দেখাশোনার দায়িত্বে আছি।১২ ছটাক জমির ওপর ছয়তলার কাজ চলছে। রাজউক এর কোনো অনুমোদিত নকশা নেই।


বিজ্ঞাপন

এসব অনিয়মের বিষয় জানতে চাওয়া হলে ভবন মালিক রতন পাল বাংলাদেশ সমাচার কে বলেন , রাজধানীতে হাজার হাজার ভবন নির্মাণ করছেন নকশা নেই তাহলে আমি করলে সমস্যা কোথায়। আমার রাজউকের কাগজপত্র সব পলাশ কান্তি ঠিক করে দেয় আপনি তার সাথে যোগাযোগ করেন।


বিজ্ঞাপন

রতন পালের ব্রোকার পলাশ কান্তি সাংবাদিকদের বলেন , রতন পালের বাড়ির নকশা নেই তাহলে রাজউক থেকে অনুমোদিত নকশা সংগ্রহ করে দেবো। নির্মাণাধীন ভবনের নকশা কিভাবে সংগ্রহ করবেন এমন প্রশ্নের জবাবে বলেন , রাজউকে আমার হাত আছে আমি চাইলেই করে দিতে পারব এটা কোন ব্যাপার না।

এসব বিষয় জানতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক জোন ৬/১ এর অথরাইজড অফিসার মামুনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, অভিযোগ পেলে আমরা দ্রুত ব্যবস্থা নেব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *