নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মীর আবদুস সবুর আসুদের বড় বোন রাশিদা সুলতানা (৭০) আজ রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন)

জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের,রাশিদা সুলতানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।

আজ বাদ আসর মাতুয়াইল হাশেম রোডের নিজ বাড়ির মসজিদের সামনে নামাজে জানাযা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মৃত্যুকালে রাশিদা সুলতানা, রাশেদ চৌধুরী ও ব্যারিস্টার মিজানুর রহমান চৌধুরী নামে ২ ছেলে, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
